মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

ইয়ামাল ম্যাজিক শুরু

গত মৌসুমে ‘ঘরোয়া ট্রেবল’জয়ী বার্সা কোচ হ্যান্সি ফ্লিকের দলের আক্রমণভাগ নিয়ে কোনো চিন্তা নেই। ইয়ামালের সঙ্গে রাফিনহাও দুরন্ত ছন্দে আছেন।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: হ্যান্সি ফ্লিকের অধীনে গত মৌসুমে রীতিমতো গোল মেশিনে পরিণত হয়েছিল বার্সেলোনা। সে সময় লা লিগায় তারা ১০২ গোল করে। এই গোল বন্যার পেছনে ছিলেন মূলত তিনজন– লেভানডস্কি, রাফিনহা, ইয়ামাল। এখানে মধ্যমণি ছিলেন বিস্ময় বালক লামিনে ইয়ামাল। সেই ইয়ামাল গত জুলাইয়ে আঠারোতে পা দিয়েছেন, বার্সার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করেছেন। এবার নিশ্চয়ই আরও পরিণত ও ধারালো রূপে দেখা যাবে তাঁকে। আজ মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা শুরু করতে যাচ্ছে বার্সা। ইয়ামালের ফুটবল যাত্রাও শুরু হচ্ছে আজ।

গত মৌসুমে ‘ঘরোয়া ট্রেবল’জয়ী বার্সা কোচ হ্যান্সি ফ্লিকের দলের আক্রমণভাগ নিয়ে কোনো চিন্তা নেই। ইয়ামালের সঙ্গে রাফিনহাও দুরন্ত ছন্দে আছেন। এবার যোগ দিয়েছেন মার্কাস রাশফোর্ড। তাদের সঙ্গে ম্যানইউর সাবেক এ ফরোয়ার্ড কতটা তাল মেলাতে পারেন, সেটার ওপর নির্ভর করছে অনেক কিছু। তিনি চিন্তিত রক্ষণ নিয়ে। প্রতিপক্ষের ওপর চাপিয়ে খেলতে গিয়ে বার্সার রক্ষণ একটু উপরে উঠে খেলে। যে কারণে পেছনে খানিকটা ফাঁকা হয়ে যায়। ইন্টার মিলানের কাছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে (দুই লেগ মিলিয়ে ৬-৭) হেরে সে খেসারত দিতে হয়েছে।

রক্ষণের এ দুবর্লতার কথা স্বীকার করেছেন ফ্লিক, ‘আমার জন্য এটা সবসময় মজা নয়, মাঝেমধ্যে বেশ ভুগেছিও।’ এবার আঁটোসাঁটো রক্ষণ ও ভুলের পরিমাণ কমানোর দিকে মনোযোগী জার্মান কোচ। প্রাক-মৌসুমে বার্সার প্রস্তুতিটা বেশ ভালো হয়েছে। হুয়ান গাম্পার ট্রফিতে কোমোকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে। আর ইয়ামালও প্রস্তুতি ম্যাচগুলোতে ৪ গোল করে দারুণ এক মৌসুমের পূর্বাভাস দিয়েছেন।

বার্সার আজকের প্রতিপক্ষে মায়োর্কার সবচেয়ে বড় সমস্যা হলো তারা ভীষণ অধারাবাহিক। গত মৌসুমে যদিও তারা দশম হয়েছিল। প্রাক-মৌসুমে তাদের প্রস্তুতিটাও ভালো হয়েছে। জার্মান ক্লাব হামবুর্গকে ২-০ গোলে হারিয়েছে তারা প্রস্তুতি ম্যাচে। তবে বার্সার বিপক্ষে তাদের ইতিহাস মোটেই ভালো না। এ দুই দলের সর্বশেষ ৪০ লড়াইয়ে বার্সার জয় ২৯টি, মায়োর্কার জিতেছে ছয়বার। আর সর্বশেষ পাঁচ লড়াইয়ে চারটিতেই জিতেছে বার্সা, একটি ড্র হয়েছে। লা লিগার উদ্বোধনী ম্যাচটি সাধারণত বার্সা হারে না। গত ১৬ মৌসুমে মাত্র একবার উদ্বোধনী ম্যাচ হেরেছে বার্সা।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0