জেলা প্রতিনিধি
ফরিদপুর: ফরিদপুরে এক অভিনব পন্থায় ইয়াবা পাচারের সময় মো. এনায়েত উল্লাহ (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাঁকে আটক করার পর, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এক্স-রে করা হলে, তাঁর পেটের ভেতরে ইয়াবার প্যাকেটের অস্তিত্ব ধরা পড়ে। পরে বিশেষ পদ্ধতিতে তাঁর শরীর থেকে ২ হাজার ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র্যাব-১০ জানায়, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তারা ফরিদপুরের ভাঙা রাস্তার মোড়ে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসে তল্লাশি চালায়। এ সময় কক্সবাজারের উখিয়ার বাসিন্দা এনায়েত উল্লাহকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে এনায়েত স্বীকার করেন যে, তিনি বিশেষ কৌশলে ইয়াবা ট্যাবলেট গিলে পেটের ভেতরে বহন করছিলেন।
এরপর তাঁকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে এক্স-রে করার পর তাঁর পেটের ভেতরে প্যাকেটের অস্তিত্ব নিশ্চিত হন চিকিৎসকরা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে, চিকিৎসকদের সহায়তায় বিশেষ পদ্ধতিতে এনায়েতের শরীর থেকে ৪৪টি কালো চকোলেট সদৃশ ছোট প্যাকেট বের করা হয়, যেগুলোতে মোট ২,০৩৫ পিস ইয়াবা ছিল।
র্যাব জানায়, আটক এনায়েত উল্লাহ একজন পেশাদার মাদক কারবারি এবং তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদউজ্জামান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে র্যাবের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং শুক্রবার (৫ সেপ্টেম্বর) তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0