স্পোর্টস ডেস্ক
ঢাকা: টানা দুই বছর পর আবারও ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরলেন গ্রানিত জাকা। জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনে খেলা এই মিডফিল্ডার ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ডে যোগ দিয়েছেন। বুধবার (৩০ জুলাই) তিন বছরের চুক্তিতে তাকে দলে ভেড়ানোর কথা জানিয়েছে ইংলিশ ক্লাবটি।
গতবার সান্ডারল্যান্ডকে ইংলিশ চ্যাম্পিয়নশিপে খেলতে হয়েছে। সেখান থেকে এ মৌসুমে প্রিমিয়ার লিগে উঠে এসেছে ক্লাবটি। সংবাদমাধ্যমের খবর, সুইস এই মিডফিল্ডারকে পেতে সান্ডারল্যান্ড ৭৩ লাখ পাউন্ড খরচ করেছে।
এর আগে ইংলিশ ক্লাব আর্সেনালে ৭ বছর কাটিয়ে ২০২৩ সালে লেভারকুসেনে যোগ দেন জাকা। সেখানে অভিষেক মৌসুমেই ক্লাবটির প্রথম বুন্দেসলিগা জয়ে ভূমিকা রাখেন তিনি। একই মৌসুমে ইউরোপা লিগেও উঠেছিল লেভারকুসেন।
জার্মানির এই ক্লাবটি গত মৌসুমে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। লিগে চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের চেয়ে অনেক ব্যবধানে পিছিয়ে ছিল তারা। রানার্সআপ হয়েই মৌসুম শেষ করে এই দল।
প্রিমিয়ার লিগে আর্সেনালের হয়ে ২২৫ ম্যাচ খেলেছেন জাকা। ক্লাবটির হয়ে জিতেছিলেন দুটি এফএ কাপ। আগামী ১৬ আগস্ট ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ঘরের মাঠে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের যাত্রা শুরু করবে সান্ডারল্যান্ড।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0