বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

রাশিয়ার নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার; সকলেই নিহত

রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। বিমানটিতে প্রায় ৪৯ জন আরোহী ছিলেন বলে জানিয়েছে স্থানীয় বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। বিমানটিতে প্রায় ৪৯ জন আরোহী ছিলেন বলে জানিয়েছে স্থানীয় বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।

বৃহস্পতিবার রুশ জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, আন-২৪ মডেলের ওই বিমানটি চীনা সীমান্তঘেঁষা আমুর অঞ্চলের টাইন্ডা শহরের কাছে পৌঁছানোর আগে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। সাইবেরিয়াভিত্তিক আঙ্গারা এয়ারলাইন্সের এই বিমানটি তখন রুটিন ফ্লাইটে ছিল।

আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলোভ জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী বিমানে ৪৩ জন যাত্রী ছিলেন।তাদের মধ্যে পাঁচজন শিশু ও ছয়জন ছিলেন ক্রু সদস্য।

এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কোনও হতাহতের বিষয় সরকারিভাবে জানানো হয়নি। উদ্ধার অভিযান চলমান রয়েছে।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় গভর্নর অরলোভ লিখেছেন, বিমানের সন্ধানে প্রয়োজনীয় সব সংস্থা ও উদ্ধার কর্মী মোতায়েন করা হয়েছে।

রুশ জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় অবশ্য আরোহীর সংখ্যা কিছুটা কম বলে জানাচ্ছে। তাদের মতে, বিমানে প্রায় ৪০ জন আরোহী ছিলেন।

এখনও দুর্ঘটনার কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে আবহাওয়া, যান্ত্রিক ত্রুটি কিংবা যোগাযোগ ব্যবস্থার কোনও সমস্যার কারণে এটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রাশিয়ায় বিমান দুর্ঘটনা নতুন কিছু নয়। দেশটির দূরবর্তী ও দুর্গম অঞ্চলে পুরোনো সোভিয়েত নির্মিত বিমান এখনো চলাচল করে। এগুলোর রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন রয়েছে আন্তর্জাতিক পর্যায়ে।

সূত্র: আল জাজিরা

বাংলাফ্লো/এফ এ

 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0