বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো মঙ্গলবার (২৬ আগস্ট) এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে সেগুনবাগিচাস্থ বাড়ির সামনে অবরোধ, বিক্ষোভ ও মব সন্ত্রাস সৃষ্টির অপচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে। তারা ঘটনাটিকে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শক্তির প্রকাশ্য আস্ফালন বলে মন্তব্য করেছে।
পলিটব্যুরো নেতৃবৃন্দ বলেন, অ্যাডভোকেট ফজলুর রহমান এ দেশের একজন সম্মানিত বীর মুক্তিযোদ্ধা ও গণতান্ত্রিক মূল্যবোধের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ধারার মানুষ, গত এক বছরে দেশ শাসনে বর্তমান সরকার ও তার সহযোগীদের বিভিন্ন অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে তিনি টকশোতে তার মতামত প্রকাশ করে আসছেন। তার কথা কারও পছন্দ না হলে তিনিও গণতান্ত্রিক পন্থা অবলম্বন করতে পারেন, কিন্তু হত্যার হুমকি দিয়ে, বাড়িঘর ঘেরাও করে কতিপয় ভূঁইফোড় সংগঠন যেভাবে ব্যক্তি ফজলুর রহমানের ওপর আক্রমণ পরিচালনা করছেন তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে ফজলুর রহমানের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং তার গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবি জানানো হয়। একই সঙ্গে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা রক্ষায় সব মুক্তিযুদ্ধের শক্তির ঐক্যবদ্ধ অবস্থান কামনা করেছে ওয়ার্কার্স পার্টি।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0