বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

জুলাই আন্দোলনে অংশ নেওয়া নারীরা হতাশাগ্রস্ত: শারমীন মুরশিদ

সোমবার (১৪ জুলাই) জুলাই আন্দোলনে নারীদের ভূমিকা স্মরণ করে ‘জুলাই উইমেন্স ডে’ উদ্‌যাপন করা হচ্ছে। এ উপলক্ষে দুপুরে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন উপদেষ্টা শারমীন মুরশিদ।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জুলাই আন্দোলনে অংশ নেওয়া অনেক নারী ঘর বন্ধ করে বসে আছেন। তাঁরা হতাশাগ্রস্ত। তাঁদের খুঁজে বের করতে হবে।

সোমবার (১৪ জুলাই) জুলাই আন্দোলনে নারীদের ভূমিকা স্মরণ করে ‘জুলাই উইমেন্স ডে’ উদ্‌যাপন করা হচ্ছে। এ উপলক্ষে দুপুরে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন উপদেষ্টা শারমীন মুরশিদ।

এ সময় মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন মুরশিদ বলেন, জুলাই অভ্যুত্থানে ছেলেরা যখন আক্রান্ত হচ্ছিলেন, মেয়েরা এগিয়ে এসে তাঁদের রক্ষা করেছেন। জুলাই আন্দোলনটা ভাবনা তৈরি করেছে, কীভাবে সম্মিলিত শক্তি বিকাশ ঘটাতে পারে, সমাজ পরিবর্তন করতে পারে। এ শক্তিকে বাঁচিয়ে রাখতে হবে।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় প্রত্যেক নারী যোদ্ধাকে খুঁজে বের করার উদ্যোগ নিয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, নারীরা ‘সাইবার বুলিং’–এর শিকার হচ্ছেন। প্রথমে তাঁদের খুঁজে বের করে কাউন্সেলিং করা হবে। পরবর্তী সময়ে তাঁদের কীর্তি সংরক্ষণ করা হবে।

সাংবাদিকদের এ প্রশ্নে শারমীন মুরশিদ বলেন, ‘এ বিষয়গুলো আমাদের গোচরে আসতে সময় লেগেছে। আমরা তাদের কাছে যথাযথ সময় পৌঁছাতে পারিনি। তবে দেরিতে হলেও ১০০ জন নারীকে দায়িত্ব দেওয়া হয়েছে জুলাই আন্দোলনের সময় সম্পৃক্ত নারীদের খুঁজে বের করতে।’

এ বিষয়ে অনেক তথ্য পাওয়া যাচ্ছে জানিয়ে শারমীন মুরশিদ বলেন, ‘অনেক মেয়ে জানিয়েছে, তারা সামনে আসতে রাজি নয়। কেন এমন হলো, এটা খুঁজে বের করতে হবে। তাদের কাউন্সেলিং করতে হবে। তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। কিছুদিন আগেও যে নারীরা রাজপথে দাঁড়িয়ে যুদ্ধ করল, এখন তারা কেন মুখ ফিরিয়ে নিচ্ছে, এই চিত্র ভালো বার্তা দেয় না।’

এ প্রসঙ্গে শারমীন মুরশিদ আরও বলেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পরও নারীরা মুখ ফিরিয়ে নিয়েছিল। এবার যাতে নারীরা মুখ ফিরিয়ে না নেয়, সে চেষ্টা চলছে।’

অপর এক প্রশ্নের জবাবে শারমীন মুরশিদ বলেন, ‘সবকিছু ম্যাজিকের মতো হয় না। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় একটি সাইবার টিম করছে। তারা ২৪ ঘণ্টা সাইবার বুলিং নজরদারি করবে। দেশে বসে অনেকে সাইবার বুলিং করছে, আবার বিদেশে বসে অনেকে এ ঘৃণ্য কাজ করছে।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ–প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন। পরে গণভবনের চারপাশ ও জাদুঘর নির্মাণের বিষয়টি সাংবাদিকদের দেখানো হয়।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0