স্পোর্টস ডেস্ক
ঢাকা: নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। শুরু থেকেই এটি এশিয়া কাপের ‘প্রস্তুতি সিরিজ’ হিসেবেই বিবেচিত হচ্ছিল।
কিন্তু বাস্তবে সেই প্রস্তুতি পরিপূর্ণভাবে এখনো তেমন দেখা যায়নি। দুই ম্যাচেই বাংলাদেশ দল মূলত 'সেফ জোনে' খেলাটাই বেছে নিয়েছে। অবশ্য তাতে ফলও পেয়েছে। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা।
যেহেতু প্রস্তুতি সিরিজ, তাই প্রশ্ন উঠতেই পারে, এতদিন যাদের ম্যাচে সুযোগ হয়নি, শেষ ম্যাচে কি তাদের পরীক্ষা করা হবে না? দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে আসা নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন কিংবা শরিফুল ইসলাম এখনো একাদশে সুযোগ পাননি। শেষ ম্যাচে তারা মাঠে নামতে পারেন। যদি তারা একাদশে বিবেচিত হন তবে স্কোয়াডের সবাই অন্তত একটি করে ম্যাচ খেলবে এই সিরিজে।
এবার পরিবর্তনের সম্ভাবনাও যথেষ্ট। বিশ্রামে যেতে পারেন মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। তাসকিনের ইনজুরি আশঙ্কায় তাকে ধারাবাহিকভাবে ম্যাচ খেলাতেও চান না নির্বাচকরা। ফিরতে পারেন শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন। একাদশ থেকে বাদ পড়তে পারেন সাইফ হাসান ও শেখ মেহেদি।
তৃতীয় ও শেষ ম্যাচ ঘিরে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন টস জিতলে এবার কি আগে ব্যাটিং করবে বাংলাদেশ? প্রথম সারির ব্যাটাররা আগের দুই ম্যাচে সুযোগ পেলেও মিডল অর্ডারের খেলার সুযোগ হয়নি। সিরিজ শুরুর আগে বারবার ২০০ রান করার কথা উঠেছিল। শেষ ম্যাচে সেই লক্ষ্য পূরণের পথে দল হাঁটবে কি না, সেটিই এখন আলোচনার মূল বিষয়।
সম্ভাব্য বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, নুরুল হাসান সোহান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0