বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

বেঙ্গালুরুতে নতুন ভূমিকায় দেখা যাবে ডি ভিলিয়ার্সকে?

২০২১ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন ডি ভিলিয়ার্স।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: লম্বা সময় ধরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলেছেন এবি ডি ভিলিয়ার্স। অনেকটাই বেঙ্গালুরুর ঘরের ছেলেতে পরিণত হয়েছিলেন এই প্রোটিয়া কিংবদন্তী। বাইশ গজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পরও অনেকবার বেঙ্গালুরুর খেলা দেখতে মাঠে গিয়েছেন তিনি। এবার নতুন ভূমিকায় বেঙ্গালুরুতে দেখা যেতে পারে ডি ভিলিয়ার্সকে।

২০২১ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন ডি ভিলিয়ার্স। এরপরই অনেকে ভেবেছিলেন যে, এই প্রোটিয়াকে কোচিংয়ে দেখা যাবে। তবে বছর চারেক পেরিয়ে গেলেও কোচিংয়ে নাম লেখাননি তিনি। বরং আইপিএলে ধারাভাষ্য দিতে দেখা গেছে তাকে।

তবে এবার নতুন ভূমিকায় আইপিএলে দেখা যেতে পারে ডি ভিলিয়ার্সকে। সম্প্রতি ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএসকে জানিয়েছেন, বেঙ্গালুরুর সঙ্গে কাজ করতে আগ্রহী তিনি। অর্থাৎ দলটির কোচিং প্যানেলে তাকে অন্তভুর্ক্ত করা হলে বা সুযোগ দিলে, সেখানে তিনি কাজ করবেন।

তবে লম্বা সময়ের জন্য কাজ করতে আগ্রহী নন ডি ভিলিয়ার্স। পুরো মৌসুমের জন্য বা লম্বা সময়ের জন্য চুক্তিবদ্ধ হতে চান না এই প্রোটিয়া তারকা। বরং অল্প সময়ের জন্য ফ্র্যাঞ্চাজিটির সঙ্গে যদি কোনোভাবে যুক্ত হওয়া যায়, তাহলে সেখানে কাজ করবেন তিনি।

ডি ভিলিয়ার্স বলেন, 'ভবিষ্যতে হয়তো আমি আবারও আইপিএলে যুক্ত হতে পারি ভিন্ন ভূমিকায়। তবে পুরো মৌসুম পেশাদার দায়িত্ব নেয়া সত্যিই কঠিন, আমি মনে করি সেই দিনগুলো শেষ।'

'তবে কখনোই কিছু নিশ্চিত করে বলা যায় না। আমার হৃদয় সবসময় আরসিবির সঙ্গে আছে। তাই ফ্র্যাঞ্চাইজি যদি মনে করে আমার সময় ও প্রস্তুতি এসেছে, তবে অবশ্যই সেটা হবে আরসিবির সঙ্গেই।'-যোগ করেন তিনি।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0