স্পোর্টস ডেস্ক
ঢাকা: চলতি বছরের ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫ ছিল রোমাঞ্চ, চমক এবং ব্যক্তিগত নৈপুণ্যের এক অনন্য মঞ্চ। চ্যাম্পিয়ন হওয়ার লড়াই যেমন উত্তেজনাপূর্ণ ছিল, ঠিক তেমনি আলোচনায় ছিল ব্যক্তিগত পুরস্কারগুলোও। কে পেলেন সেরা খেলোয়াড়ের মুকুট, কে জিতলেন গোল্ডেন বুট—সব মিলিয়ে কৌতূহলের কমতি ছিল না ফুটবলপ্রেমীদের মধ্যে।
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে চেলসি ৩-০ গোলে পিএসজিকে হারিয়ে শিরোপা জেতে। সেই ম্যাচে জোড়া গোল এবং এক অ্যাসিস্ট করা চেলসির ইংলিশ তারকা কোল পালমারকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ঘোষণা করা হয়। পুরো প্রতিযোগিতাজুড়ে তার নৈপুণ্যই চেলসিকে শিরোপার পথে এগিয়ে নিয়েছে।
চেলসির আরেক নায়ক, গোলরক্ষক রবার্ট সানচেজ, পেলেন সেরা গোলরক্ষকের (গোল্ডেন গ্লাভস) পুরস্কার। সাত ম্যাচে পাঁচটি গোল খেলেও তার অসাধারণ সেভগুলো চেলসির শিরোপা নিশ্চিত করতে বড় ভূমিকা রেখেছে।
অন্যদিকে, রিয়াল মাদ্রিদের গঞ্জালো গার্সিয়া চারটি গোল করে জিতেছেন সর্বোচ্চ গোলদাতার (গোল্ডেন বুট) পুরস্কার।
পিএসজির উদীয়মান ফরাসি মিডফিল্ডার ডেজিরে দুয়ে পেলেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। ফাইনালে দলের হতাশাজনক পারফরম্যান্সের মধ্যেও নিজের দক্ষতা ও টেকনিক দিয়ে সবার নজর কেড়েছেন তিনি।
চেলসির এই সাফল্যে দলের পাশাপাশি আলাদা করে খেলোয়াড়দের নৈপুণ্যও প্রশংসিত হয়েছে। বিশেষ করে কোলে পামারের ফাইনালের পারফরম্যান্স বছরের পর বছর ধরে স্মরণীয় হয়ে থাকবে ফুটবলপ্রেমীদের কাছে।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0