এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: বলিউডে তাঁকে অনেকেই ‘গসিপ কুইন’ বলে ডাকেন। অভিযোগ আছে, তিনি সবসময় প্রচারের আলো নিজের দিকে রাখতে চান। কিন্তু অভিনেত্রী কারিনা কাপুরের এই বহুল প্রচলিত ইমেজের সম্পূর্ণ এক ভিন্ন চিত্র তুলে ধরলেন তাঁর ননদ এবং অভিনেত্রী সোহা আলি খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে সোহা জানিয়েছেন, বাইরে থেকে কারিনাকে নিয়ে যা-ই শোনা যাক না কেন, ভাবী হিসেবে তিনি একজন অত্যন্ত পরিণত এবং বিচক্ষণ মানুষ।
সোহা আলি খান বলেন, “কারিনা খোলামেলা স্বভাবের হলেও একদমই বেপরোয়া নন। ওকে নিয়ে অনেকে বলেন, সব খবর নাকি ও-ই ছড়ায়। কিন্তু আসলে কারিনা কখনোই নিজের সূত্র ফাঁস করে না। বরং ও অনেক পরিণত। কারো ব্যক্তিগত বিষয় জনসমক্ষে আনে না।”
তিনি আরও একটি মজার তথ্য দিয়ে বলেন, “রাত দুইটায় যদি কোনো খবর জানতে হয়, আমি কারিনাকেই ফোন করি। ও তখন যতটুকু বলতে চায়, শুধু ততটুকুই বলে।” সোহা মনে করেন, কারিনার এমন অনেক ভালো দিক আছে, যা বাইরে থেকে বোঝা যায় না।
সোহা স্বীকার করেন, তাঁদের দুজনের স্বভাব আলাদা। তিনি নিজে যেখানে লাজুক এবং মিতভাষী, সেখানে কারিনা স্পষ্টবক্তা এবং খোলামেলা। কিন্তু ভাবীর এই খোলামেলা মানসিকতাকেই তিনি ভীষণ পছন্দ করেন বলে জানান।
সব মিলিয়ে, সোহা আলি খানের এই সাক্ষাৎকারটি কারিনা কাপুরের এক অন্য, অজানা এবং ইতিবাচক দিককেই ভক্তদের সামনে তুলে ধরেছে, যা তাঁর ‘গসিপ কুইন’ ইমেজকে অনেকটাই প্রশ্নবিদ্ধ করে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0