স্পোর্টস ডেস্ক
ঢাকা: আর মাত্র একটি ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটের দুয়ার খোলা আছে ভারতের ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মার। যে সংস্করণে চলতি বছর অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন। ওয়ানডেতে রোহিত ও বিরাট কোহলি ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত খেলবেন বলে গুঞ্জন থাকলেও, তার আগেই অবসরের মৃদু আলাপ শোনা যায়। তেমনই এক প্রশ্ন সতীর্থ ঋষভ পান্তকে করেছিলেন রোহিত।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন পান্ত। যদিও ওই ভিডিও এখনকার নয়, সেটি তিনি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর ভারতীয় দলের উদযাপনের সময় ধারণ করেছিলেন। যেখানে পান্তের এক মন্তব্যের জবাবে ওয়ানডে থেকেও অবসর নিয়ে ফেলবেন কি না সেই প্রশ্ন ছুড়ে দেন পান্তের কাছে। যা নিয়ে পরে দুই সতীর্থ–ই খুনসুটিতে জড়ান।
গত মার্চে দুবাইয়ে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের ২৫২ রানের লক্ষ্য তাড়ায় ৬ উইকেটে জিতেছিল রোহিতের দল ভারত। স্বাভাবিকভাবেই সময়টা ছিল উদযাপনে ফেটে পড়ার। জয় নিশ্চিত হওয়ার পর ক্যামেরা চালু করে ড্রেসিংরুম থেকে মাঠে নেমে আসেন পান্ত। পুরো পথে একে একে সতীর্থদের উদযাপন ও প্রশ্ন করতে থাকেন তিনি। সেই ভিডিও গতকাল (শুক্রবার) তিনি ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন। যার ক্যাপশন ছিল– ‘কিছু মুহূর্ত আপনার কাছে চিরস্মরণীয় হয়ে থাকে এবং ভারতের হয়ে জয় (চ্যাম্পিয়ন) সেই তালিকার শীর্ষে থাকবে। ভারতীয় হিসেবে গর্বিত।’
ওই ভিডিও’র শেষদিকে পান্তের কোনো (অস্পষ্ট) এক মন্তব্যের পাল্টা হিসেবে রোহিত বলেন, ‘কী? অবসর নিয়ে নেব? প্রতিবার জয়ের পর আমি অবসরের ঘোষণা দিতে পারি না।’ এর আগে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই তিনি ফরম্যাটটি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। রোহিতের কথার জবাবে পান্ত বলে ওঠেন– ‘আমি এমন কিছু বলিনি ভাই। আমরা একসঙ্গে (আরও) খেলতে চাই।’ পাশে ভারতীয় দলের আরেক সদস্যকে দেখিয়ে পান্ত বলেন– ‘উনি বলেছে (এই কথা)।’
প্রসঙ্গত, আগামী অক্টোবর পর্যন্ত ভারতের কোনো আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ নেই। তার মানে লম্বা সময় প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরেই থাকতে হচ্ছে রোহিত-কোহলিদের। সে কারণে ভবিষ্যতের কথা মাথায় রেখে দুই তারকা ব্যাটারকে ঘরোয়া লিগ বিজয় হাজারে ট্রফিতে খেলার জন্য চাপ দিতে পারে বিসিসিআই। যদিও তাদের আন্তর্জাতিক ক্যারিয়ার আর কতটা লম্বা হবে তা নিয়েও শঙ্কা রয়েছে!
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0