বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

বার্সেলোনার বিতর্কিত গোল নিয়ে যা বললেন ফ্লিক

লা লিগায় নতুন মৌসুম শুরুর ম্যাচে রিয়াল মায়োর্কার বিপক্ষে শনিবার ২৩ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে যায় বার্সেলোনা।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: প্রত্যাশিত জয় দিয়ে লিগ শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছে বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে কাতালান ক্লাবটির জয়ের ব্যবধানও বেশ বড়। তবুও বার্সেলোনার পারফরম্যান্সে সন্তুষ্ট নন দলের কোচ হ্যান্সি ফ্লিক। অবশ্য ম্যাচের দ্বিতীয় গোল নিয়ে নানাহন নানা মত দিলেও সেটা অবশ্যই গোল ছিল বলে মনে করেন তিনি।

লা লিগায় নতুন মৌসুম শুরুর ম্যাচে রিয়াল মায়োর্কার বিপক্ষে শনিবার ২৩ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে যায় বার্সেলোনা। গত মৌসুমের নায়ক রাফিনহা সপ্তম মিনিটে গোল করার পর জালের দেখা পান ফেরান তরেস। রেফারিং নিয়ে বরাবরই আলোচনায় থাকা লা লিগার এই ম্যাচেও বিতর্কের জায়গা ছিল বার্সেলোনার এই দ্বিতীয় গোল নিয়ে।

গোল হওয়ার আগে মাথায় চোট পেয়ে পড়ে গিয়েছিলেন মায়োর্কার ডিফেন্ডার আন্তনিও রাইয়ো। তার সতীর্থরাও খেলা থামিয়ে দেন। কিন্তু বার্সেলোনা থামেনি। সুযোগ পেয়ে গোল করেন তরেস। মায়োর্কার ফুটবলাররা প্রতিবাদ করলেও রেফারি তাতে কান দেননি। ম্যাচের পর ফ্লিক বললেন, নিজের দলকে তিনি সবসময় পরামর্শ দেন রেফারির বাঁশি শুনেই কাজ করতে।

ফ্লিক বলেন, ‘আমি আমার ফুটবলারদের সবসময় রেফারি বাঁশি না বাজানো পর্যন্ত খেলা চালিয়ে যেতে বলি। মাঠে সিদ্ধান্ত নেওয়ার জন্য তো রেফারিই আছেন। আমাদেরকে তা মেনে নিতে হবে। তাই বলে দিয়েছি রেফারি না থামানোর আগ পর্যন্ত যেন কেউ না থামে। মনোযোগ যেন শেষ পর্যন্ত ধরে রাখে। এটা অবশ্যই গোল ছিল।’

এদিকে ম্যাচের ৩৩ ও ৩৯তম মিনিটে দুটি লাল কার্ডে মায়োর্কা ৯ জনের দলে পরিণত হয়। কিন্তু পরের প্রায় ৫৫ মিনিটে আর গোল বের করতে পারেনি বার্সেলোনা। শেষ দিকে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গোল করেন লামিনে ইয়ামাল। তিন গোলের জয়ে তিন পয়েন্ট পেলেও ম্যাচ শেষে কোচ ফ্লিক অকপটেই বলেছেন, দলের খেলায় মোটেও খুশি নন তিনি।

এ বিষয়ে ফ্লিক বলেন, ‘ম্যাচটি আমার ভালো লাগেনি। তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা পেয়েছি। তবে আমাদের খেলা আমার ভালো লাগেনি। আমরা ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর মায়োর্কা দুটি লাল কার্ড পেল, এরপর আমার মনে হয় আমাদের দল স্রেফ ৫০ শতাংশ দিয়ে খেলেছে। এটা আমি পছন্দ করিনি। আরও ভালো করতে পারি আমরা।’

নিজেদের পরের ম্যাচে আগামী শনিবার লেভান্তের মাঠে নামবে বার্সেলোনা।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

সাকিবের রেকর্ড ভাঙলেন লিটন
৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৮:৩১ রাত
কিউবার অভিষেকের দিনে বেঞ্চে ফাহমিদুল
৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৭:২৮ বিকাল
২৫ বলে ৬০, বৃষ্টিতে খেলা বন্ধ
৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:৫০ বিকাল
সুখবর পেলেন দুই তারকা
৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:৩৬ বিকাল
Leave a Comment

Comments 0