স্পোর্টস ডেস্ক
ঢাকা: আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। তবে তার আগে আলোচনায় ফিক্সিং ইস্যু। সাম্প্রতিক দিনগুলোতে দেশের ক্রিকেটের আলোচিত বিষয় এই ফিক্সিং। বিপিএলের সবশেষ আসরের ফিক্সিং সন্দেহ নিয়ে এখনো তদন্ত চলমান।
গুঞ্জন রয়েছে, বিপিএলে ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার সন্দেহে কয়েকজন ক্রিকেটারকে এনসিএল টি-টোয়েন্টিতে সুযোগ দেওয়া নাও হতে পারে। একইসঙ্গে এনসিএলকে ফিক্সিং থেকে মুক্ত রাখতে সবাইকে অনুরোধ করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
গতকাল (৮ সেপ্টেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে বুলবুল বলেন, ‘আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা এই ম্যাচগুলোর সঙ্গে সম্পৃক্ত থাকবেন, প্লিজ আপনারা খেলাটাকে রক্ষা করবেন (ফিক্সিং থেকে)। এটা রক্ষা করা আমাদের দায়িত্ব। বিভিন্ন জায়গা থেকে ফিক্সিংয়ের অফার আসে, সেই জায়গা থেকে কিভাবে আমরা খেলাটাকে ফিক্সিং-মুক্ত রাখতে পারি। এবার এটাকে এতটাই ক্লিন রাখব যে, কেউ যেন বলতে না পারে কোনো সন্দেহ আছে।’
এশিয়া কাপ খেলতে বাংলাদেশ জাতীয় দল বর্তমানে অবস্থান করছে সংযুক্ত আরব আমিরাতে। একই সময়ে ঘরোয়া ক্রিকেটে চলবে প্রতিযোগিতামুলক টুর্নামেন্ট এনসিএল টি-টোয়েন্টি। ঘরোয়া ক্রিকেটে অনেক ভালো ক্রিকেটার আছে বলে মনে করেন বিসিবি সভাপতি।
বুলবুল বলেন, ‘ভালো খবর হচ্ছে যে, আমাদের মেইন দল দুবাইতে থাকলেও এই লিগ হচ্ছে। এর মানে হলো আমাদের অনেক ভালো ক্রিকেটার আছে, যে কারণে এরকম একটা কম্পিটিটিভ টুর্নামেন্ট হচ্ছে। এটার কৃতিত্ব গেম ডেভেলেপমেন্ট কমিটির। তারা সুন্দর মাঠ করে দিচ্ছে, উইকেট আউট ফিল্ড করছে।’
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0