জেলা প্রতিনিধি,
শরীয়তপুর: বিদ্যমান নির্বাচন ব্যবস্থা জনগণের ভোটের যথাযথ মূল্যায়ন করে না, বরং এর মাধ্যমে দেশে ফ্যাসিস্ট চরিত্রের সরকার কায়েম হয়—এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত করতে হলে আগামী জাতীয় নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়া জরুরি।
মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় শরীয়তপুর জেলা ইসলামী যুব আন্দোলনের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
রেজাউল করিম বলেন, বর্তমান ভোট পদ্ধতিতে দেশের সম্পদ বিদেশে পাচার হচ্ছে। জনগণের ভোটের মর্যাদা থাকছে না। অথচ পিআর পদ্ধতি চালু হলে প্রতিটি ভোটের মূল্য থাকবে, প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব সংসদের নিশ্চয়ই হবে। তখন আর ফ্যাসিস্ট শাসক তৈরি হবে না, খুনি-চাঁদাবাজ-দুর্নীতিবাজদের দৌরাত্ম্যও কমে আসবে।
তিনি বলেন, বিশ্বের ৯১টি দেশ ইতোমধ্যেই পিআর পদ্ধতিতে নির্বাচন করছে। ‘তারা যদি এ পদ্ধতি থেকে সরে না যায়, তবে বুঝতে হবে এটি সবার জন্য কল্যাণকর। বাংলাদেশও এ পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করলে রাজনৈতিক সংস্কৃতি বদলে যাবে।’
অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি প্রসঙ্গ টেনে ইসলামী আন্দোলনের আমির বলেন, ‘আপনারা সংস্কার, বিচার ও সুষ্ঠু নির্বাচন—এই তিন প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সংস্কারের ফল দৃশ্যমান হওয়ার আগেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। মনে হচ্ছে সরকারের ওপর কোনো অদৃশ্য প্রভাব কাজ করছে। আমরা বলতে চাই, এই অচেনা জিন সাওয়ার হয়ে যেন আর কোনো মায়ের কোল খালি না হয়।’
সভায় সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন শরীয়তপুর জেলা সভাপতি মুহাম্মদ তারেক জামিল। সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মাহমুদ। এ সময় আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক এস এম আজিজুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি এস এম আহসান হাবিব।
বাংলাফ্লো/এনআর
Comments 0