বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

নিজ হাতে গড়া কল্যাণ পার্টি থেকে বহিষ্কার সৈয়দ ইবরাহিম

নিজ হাতে গড়া দল থেকেই বিদায় নিতে হলো তাকে। এরই মধ্যে নির্বাচন কমিশনকেও আনুষ্ঠানিকভাবে নতুন নেতৃত্বের নাম অন্তর্ভুক্ত করার অনুরোধ জানানো হয়েছে।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে বাংলাদেশ কল্যাণ পার্টির প্রতিষ্ঠাতা মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমকে (বীর প্রতীক) দল থেকে বহিষ্কার করেছে বলে দাবি করেছেন দলের নতুন নেতৃত্ব। নিজ হাতে গড়া দল থেকেই বিদায় নিতে হলো তাকে। এরই মধ্যে নির্বাচন কমিশনকেও আনুষ্ঠানিকভাবে নতুন নেতৃত্বের নাম অন্তর্ভুক্ত করার অনুরোধ জানানো হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সচিবের কাছে জমা দেওয়া একটি চিঠিতে নতুন কমিটির চেয়ারম্যান মো. শামসুদ্দিন পারভেজ ও মহাসচিব মুহাম্মদ আবু হানিফ এই তথ্য জানান।

চিঠিতে উল্লেখ করা হয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়েছে। একই সঙ্গে নতুন কমিটি গঠন এবং দলের দাপ্তরিক ঠিকানা পরিবর্তনের বিষয়টিও ইসিকে জানানো হয়। নতুন ঠিকানা নির্ধারণ করা হয়েছে ঢাকার মতিঝিল এলাকার ফকিরেরপুলে।

এতে আরও বলা হয়, ২০২৩ সালের ১০ ডিসেম্বর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বিশেষ বর্ধিত সভায় গঠনতন্ত্র অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত মোতাবেক মো. শামসুদ্দিন পারভেজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মুহাম্মদ আবু হানিফকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়। পরবর্তীতে ২০২৪ সালের ১২ জুন বিশেষ কাউন্সিলের মাধ্যমে তাদেরকে পূর্ণাঙ্গ চেয়ারম্যান ও মহাসচিব নির্বাচিত করা হয়।

বাংলাদেশ কল্যাণ পার্টির নিবন্ধন অনুযায়ী পরিবর্তিত তথ্য ইসিতে অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ করা হয়েছে।

২০০৭ সালে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম দলটি গড়ে তোলেন এবং ২০০৮ সালে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পান। দীর্ঘদিন বিএনপির সঙ্গে জোট করে আন্দোলন করলেও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসন থেকে স্বতন্ত্রভাবে এমপি নির্বাচিত হন তিনি।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0