মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

মদ্রিচ-ভাসকেসের বিদায়ের পর রিয়ালের নেতৃত্বে ভিনি-কোর্তোয়া

ক্লাব বিশ্বকাপ শেষ করে রিয়াল ছেড়ে এক বছরের চুক্তিতে ইতালিয়ান ক্লাব এসি মিলানে যোগ দিয়েছেন মদ্রিচ।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: পরিবর্তন এসেছে রিয়াল মাদ্রিদের নেতৃত্বে। আগের অধিনায়ক লুকা মদ্রিচ ও সহ-অধিনায়ক লুকাস ভাসকেসের বিদায়ের পর নতুন করে এই দায়িত্বগুলো পেয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র ও থিবো কোর্তোয়া।

ক্লাব বিশ্বকাপ শেষ করে রিয়াল ছেড়ে এক বছরের চুক্তিতে ইতালিয়ান ক্লাব এসি মিলানে যোগ দিয়েছেন মদ্রিচ। তার জায়গায় রিয়ালের নতুন অধিনায়ক হয়েছেন অভিজ্ঞ রাইটব্যাক দানি কার্ভাহাল। গত মৌসুমে লিগামেন্টের চোটে মাঠের বাইরে থাকা এই স্প্যানিশ ডিফেন্ডার এখন দলের নেতৃত্ব দেবেন, তার পেছনে থাকবেন ফেদেরিকো ভালভার্দে, থিবো কোর্তোয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।

এর আগেও অবশ্য দীর্ঘদিন ধরে রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে নেতৃত্বসুলভ ভূমিকা পালন করে আসছেন ভিনিসিয়ুস ও কোর্তোয়া। এবার তারা অফিসিয়ালি ক্লাবের নেতৃত্বে জায়গা করে নিলেন। স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএস জানিয়েছে, ক্লাব কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন প্রধান কোচ জাবি আলোনসো।

তবে ভিনিসিয়ুসের অধিনায়কত্ব পাওয়া কিছুটা বিতর্কের জন্ম দিয়েছে। ২০২৭ সাল পর্যন্ত চুক্তি থাকলেও তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। নতুন চুক্তি নিয়ে আলোচনা এখন পর্যন্ত খুব একটা এগোয়নি। এমনকি গুঞ্জন আছে, সৌদি প্রো লিগের একটি ক্লাব তাকে বড় অঙ্কের প্রস্তাব দিতে পারে গ্রীষ্মকালীন দলবদলের সময়।

আগামী মাসেই শুরু হচ্ছে রিয়াল মাদ্রিদের লা লিগা অভিযান। ঘরের মাঠে ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে মৌসুম শুরু করবে স্প্যানিশ জায়ান্টরা। তার আগেই দল গুছিয়ে নিতে চায় আলোনসোর দল।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0