স্পোর্টস ডেস্ক
ঢাকা: বেশকিছু এজেন্ডা নিয়ে আজ সোমবার চায়ের দেশ সিলেটে বসেছিল বিসিবির বোর্ড সভা। যেখানে বেশি কিছু বিষয়ের উপরে সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল চলতি সেপ্টেম্বর মাসে বাংলাদেশি কোচদের প্রশিক্ষণ দেওয়া।
অস্ট্রেলিয়ার ক্রীড়াঙ্গনে কোচিং উন্নয়নের এক পরিচিত নাম অ্যাশলে রস। বিসিবি তাকে আনতে যাচ্ছে স্থানীয় দেশি কোচদের প্রশিক্ষণের জন্য। দীর্ঘদিন ধরে তিনি খেলোয়াড় তৈরির পাশাপাশি কোচদের মানোন্নয়নেও কাজ করছেন। সভা শেষে এমনটাই জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।
তিনি বলেছেন, 'প্রথমবারের মতো আমাদের আয়োজনে আমরা একটা লেভেল থ্রি কোর্স কন্ডাক্ট করাব। ২০০৯ সালে একটা কোর্স এখানে হয়েছিল, বাট সেটা আইসিসি, এসিসির উদ্যোগে হয়েছিল। বাট এবার আমাদের উদ্যোগে একটা লেভেল থ্রি কোচিং কোর্স হবে যেখানে অস্ট্রেলিয়ান টিচার বা এডুকেটররা আসবেন এবং এই কোর্সটা কন্ডাক্ট করাবেন। এখানে আমাদের সবচাইতে সম্ভাবনাময়, হায়ার লেভেলে যারা কোচিংয়ে এখন অভ্যস্ত কিন্তু লেভেল থ্রি কোর্স যারা এখনো করতে পারেননি, তাদের জন্য এই কোর্সের আয়োজন হবে এবং এটাও খুব হাই-প্রোফাইল একটা প্রোগ্রাম হবে।'
'লেভেল থ্রি কোর্সের কথা যেটা বললেন, অ্যাশলে রস একজন অস্ট্রেলিয়ান আছেন। অ্যাশলি রস ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট কোচ এইসব বিষয়ে। তার সাথে তার একজন সঙ্গী থাকবেন।'-যোগ করেন তিনি।
মূলত রস কাজ করবেন কোচদের ডেভেলপমেন্টে। রস নিজেও একজন অভিজ্ঞ কোচ হিসেবে দীর্ঘ সময় ধরে কাজ করেছেন। পরে তিনি বিশেষভাবে মনোনিবেশ করেন কোচিং কাঠামো গড়ে তোলার দিকে। বর্তমানে তিনি ‘হাই পারফরম্যান্স কোচিং’ কার্যক্রমের সঙ্গে যুক্ত থেকে তরুণ ও উদীয়মান কোচদের প্রশিক্ষণ দিচ্ছেন।
কোচিং ক্যারিয়ারের শুরুতে ভিক্টোরিয়া রাজ্যের কোচিং ডিরেক্টর ও ভিক্টোরিয়া দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন রস। পরবর্তীতে তিনি যোগ দেন নিউজিল্যান্ড ক্রিকেটের হাই পারফরম্যান্স সেন্টারে। সেখানে প্লেয়ার ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0