মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

১৩ মিলিয়নে এডারসনকে ছেড়ে ৩০ মিলিয়নে দোন্নারুমাকে আনলো ম্যানচেস্টার সিটি

বাংলাদেশ সময় রাত ১২টায় প্রিমিয়ার লিগের দলবদলের দরজা বন্ধ হবে।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন মোরালেসকে বিক্রি করে পিএসজির ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমাকে কিনছে ম্যানচেস্টার সিটি।

বাংলাদেশ সময় রাত ১২টায় প্রিমিয়ার লিগের দলবদলের দরজা বন্ধ হবে। তার আগে দোন্নারুমার সঙ্গে চুক্তি ও মেডিকেল সম্পন্ন হয়ে যাবে সিটিজেনদের।

এডারসন যাচ্ছেন তুর্কি ক্লাব ফেনেরবাচে। তুর্কি লিগের দলবদলের দরজা ১২ সেপ্টেম্বর পর্যন্ত খোলা থাকায় চুক্তি সম্পন্ন করা নিয়ে অতো জোড়জোড় করতে হচ্ছে না ফেনেরবাচে কিংবা ম্যানচেস্টার সিটির। ফুটবল দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো জানিয়েছেন, তাকে কিনতে ১৩ মিলিয়ন ইউরো খরচ হচ্ছে ফেনেরবাচের।

অন্যদিকে চুক্তির শেষ বছরে থাকা দোন্নারুমাকে কিনতে সিটিজেনদের লাগছে ৩০ থেকে ৩৫ মিলিয়ন ইউরো। রোমানো জানিয়েছেন, তার সঙ্গে লম্বা চুক্তি করতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ সংবাদ মাধ্যমের মতে, চুক্তি হতে যাচ্ছে পাঁচ বছরের।

গত মৌসুমে পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে বড় ভূমিকা রেখেছেন দোন্নারুমা। কিন্তু চলতি মৌসুমের শুরুতে তিনি পিএসজি কোচ লুইস এনরিকের বাতিলের খাতায় পড়ে যান। যে কারণে তার সঙ্গে চুক্তি নবায়ন করেনি ক্লাব। এমনকি দল থেকে বাদ দেওয়ায় দলবদলের দরজা বন্ধের আগে নতুন ঠিকানা খুঁজে নিলেন তিনি।

ওদিকে কয়েক বছর ম্যানচেস্টার সিটির সাফল্যের পেছনে বড় ভূমিকা ছিল এডারসনের। গোলবারে দাঁড়িয়ে তার বল পাসিং দক্ষতা অন্যদের চেয়ে তাকে আলাদা করেছিল। গার্দিওলার সিস্টেমে খুবই কার্যকরী ছিলেন তিনি। কিন্তু ইনজুরি আর অফ ফর্মের কারণে পেপের আস্থা হারান গত মৌসুমেই। যে কারণে নতুন ঠিকানা খুঁজতে হলো তারও।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0