বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

গুলিস্তান ও আজিমপুরে বাস পোড়ানোর ভিডিও ভুয়া: ডিএমপি

রাজধানীর গুলিস্তান ও আজিমপুর এলাকায় বাস পোড়ানোর ঘটনা সংক্রান্ত যেসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে প্রচারিত হয়েছে, তা পুরনো এবং বিভ্রান্তিকর বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: রাজধানীর গুলিস্তান ও আজিমপুর এলাকায় বাস পোড়ানোর ঘটনা সংক্রান্ত যেসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে প্রচারিত হয়েছে, তা পুরনো এবং বিভ্রান্তিকর বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ভিডিওগুলোর সঙ্গে চলমান কোনও ঘটনার সম্পর্ক নেই বলেও নিশ্চিত করেছে সংস্থাটি।

রবিবার (২০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গুলিস্তান ও আজিমপুরে বাস পোড়ানোর যেসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে, সেগুলো আসলে বহু আগের পুরনো ভিডিও। কে বা কারা উদ্দেশ্যমূলকভাবে ভিডিওগুলোকে আজকের ঘটনা হিসেবে প্রচার করছে।

ডিএমপি জানায়, গুলিস্তান ও আজিমপুর এলাকায় রবিবার এমন কোনও অগ্নিসংযোগ বা সহিংসতার ঘটনা ঘটেনি। ওই এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ডিএমপির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মানুষের মধ্যে অহেতুক আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টির জন্য একটি কুচক্রী মহল এসব পুরনো ভিডিও ও ছবি ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে নিজেদের অস্তিত্ব জানান দিতে চাইছে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব অপপ্রচারের বিরুদ্ধে তৎপর রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে নগরবাসীকে আহ্বান জানিয়ে বলা হয়, কেউ যেন এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুজব ছড়ানো থেকে বিরত থাকে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যেকোনও ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলতা প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে।

বাংলাফ্লো/এসকে

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0