বাংলাফ্লো প্রতিনিধি,
ঢাকা: রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে, দেশের বর্ষীয়ান রাজনীতিবিদ, সংবিধানের অন্যতম প্রণেতা এবং গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনকে। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
গণফোরাম সাধারণ সম্পাদক জানান, কামাল হোসেনকে গত রোববার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতোমধ্যে তাঁর শরীরে একটি অস্ত্রোপচারওকরা হয়েছে। এখন তিনি আগের চেয়ে ভালো আছেন।
৮৮ বছর বয়সী রাজনীতিক ড. কামাল হোসেনের পক্ষে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মিজানুর রহমান।
গত ২৮ এপ্রিল জাতীয় প্রেসক্লাবে ড. কামাল হোসেনের ৮৮তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। পরদিন জাতীয় প্রেসক্লাবে গণফোরামের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ড. কামাল হোসেন। সেদিনই তিনি সবশেষ জনসম্মুখে আসেন।
সেদিন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্ক করে দিয়ে তিনি বলেছিলেন, ‘গণঅভ্যুত্থানের পর থেকেই লক্ষ্য করা যাচ্ছে, একটি অশুভ শক্তি বিগত আমলের মতোই সর্বত্র চাঁদাবাজি, দখলবাজি, আধিপত্য বিস্তার হয়েছে। এসব কিছুকে কেন্দ্র করে সন্ত্রাস, সংঘর্ষ, খুনোখুনি ও মব সংস্কৃতির এক নতুন প্রেক্ষাপট তৈরি করছে। এই অশুভ শক্তিকে দমন করতে সরকার ব্যর্থ হলে দেশে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে, যা কারো কাম্য নয়।’
বাংলাফ্লো/এনআর
Comments 0