শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

প্রাথমিক স্কুলে গানের শিক্ষক নিয়োগ বাতিলের দাবি খেলাফত আন্দোলনের

শুক্রবার (১২ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি,

ঢাকা: দেশের প্রাথমিক স্কুলে ষাট হাজার গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। এই দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে দলটি।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

সমাবেশে বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মুজিবুর রহমান বলেন, এ দেশ ৯২ ভাগ মুসলমানের দেশ। দেশ মুসলমানদের কৃষ্টি কালচারে চলবে। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার কিছুদিন পূর্বে প্রাথমিক বিদ্যালয়ে ৬০ হাজার গানের শিক্ষক নিয়োগের ঘোষণা দিয়েছে। যা এ দেশের ৯২ ভাগ মুসলিমের সঙ্গে বিশ্বাস ঘাতকতার শামিল।

আমরা সরকারকে বলতে চাই, প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য এ দেশের মানুষ জুলাই বিল্পব করে নাই। জুলাই বিপ্লব করেছে দেশের স্বাধীনতার জন্য। যদি এই সিদ্ধান্ত বহাল থাকে এ দেশের ধর্মপ্রাণ জনতা রাস্তায় দাঁড়াবে।

তিনি আরও বলেন, আমরা সরকারের প্রতি বলতে চাই, গানের শিক্ষক নিয়োগ বাতিল করুন, তথাকথিত ট্রান্সজেন্ডার শিক্ষক নিয়োগ বাতিল করুন। পাশাপাশি স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। ধর্মীয় শিক্ষক হবে আলেম, তাদের নিয়োগ না দিলে দেশের শিক্ষার উন্নতি হবে না, দূর্নীতি বন্ধ হবে না, দেশের পাপাচার বন্ধ হবে না। স্কুলে ধর্মের শিক্ষক নিয়োগের আহবান জানাই।

সমাবেশ শেষে পল্টন এলাকায় বিক্ষোভ মিছিল করে খেলাফত আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় দলটির কেন্দ্রীয় ও মহানগরে নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0