বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: সবজির দাম সহনীয় পর্যায়ে থাকায় বাজারে স্বস্তি মিলছে সাধারণ ক্রেতাদের। স্থিতিশীল রয়েছে শসা, পটল, চিচিঙ্গা, করলা, পেঁপে, কচুসহ বেশ কয়েকটি সবজির দাম। এর পাশাপাশি কম রয়েছে মুরগির দামও, যা আরও স্বস্তি দিচ্ছে ক্রেতাদের।
ঈদুল আজহা পরবর্তী সময়ের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে এখন বাজার পরিস্থিতি। আর তাই স্বস্তির ছোঁয়া মিলছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে।
শুক্রবার (৪ জুলাই) সরেজমিনে রাজধানীর কারওয়ান বাজারে এমন চিত্র দেখা গেছে। ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে স্বস্তির বিষয়ে।
এ দিন বাজারে দেখা যায়, গাজর প্রতি কেজি ৫০ টাকা, পটল ২৫ টাকা, মিষ্টি কুমড়া ৬০ থেকে ৮০, পেপে ৩০ থেকে ৪০ টাকা, লেবু প্রতি পিস ১টাকা, করলা প্রতি কেজি ৫০ টাকা, শশা ৬০ টাকা, কচু ৫০ টাকা, ঢেড়স প্রতি কেজি ৫০, টমেটো ১৪০ টাকা, কাচা মরিচ ৮০ থেকে ১০০টাকা, মুলা ৩০ টাকা, আলু ২০ টাকা, পেয়াজ ৫০ টাকা, ঝিঙে ৩০ টাকা, ধুন্দল প্রতি কেজি ৩০টাকা, চিচিঙ্গা ৩৫ টাকা এবং লাউ প্রতি পিস ৫০ টাকা করে বিক্রি হচ্ছে।
আহসান হাবিব নামে একজন বিক্রেতা জানান, সবজির দাম নিয়ন্ত্রণে আছে। দাম তেমন বাড়তি নেই। গতকালকের তুলনায় আজকে দাম কিছুটা কম বলে জানিয়েছেন তারা।
অখিল নামের একজন বিক্রেতা বলেন, সবজির দাম আগের মতোই রয়েছে। দু'একটা সবজির দাম বেড়েছে। তবে, বেশিরভাগ সবজির দাম কম রয়েছে।
নাইম নামে একজন ক্রেতা জানান, অন্যান্য দিনের তুলনায় আজকেও কিছু কিছু সবজির দাম কম আছে। তবে, আবার কিছু কিছু সবজি বেশি দামে বিক্রি হচ্ছে।
আঞ্জুম মাহুয়া নামের একজন ক্রেতা বলেন, বেশিরভাগ সবজির দাম কম থাকলেও আজকে টমেটোর দাম অনেক বেশি। টমেটো আগে অনেক কম দামে ছিল। এখন দাম বেড়েছে। আগে টমেটো নিয়েছি ৩০ থেকে ৪০ টাকা করে। এরপরে ১০০ থেকে ১২০ টাকা হয়েছে। আজকে দাম আরও বেশি। টমেটো এখন ১৪০ টাকা করে বিক্রি হচ্ছে।
এদিকে ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৬০ টাকা করে, সোনালী মুরগী ২৭০ থেকে ২৮০ টাকা এবং লেয়ার প্রতি কেজি ৩২০ থেকে ৩৪০ টাকা করে বিক্রি হতে দেখা গেছে।
লাল ডিম ডজন ১২৫, সাদা ডিম ১১৫, হাসের ডিম প্রতি পিস ১৫ টাকা করে বিক্রি হতে দেখা গেছে।
নূর উদ্দিন নামে একজন ক্রেতা জানান, ডিম ও মুরগীর বাজারে তুলনামূলক দাম সহনীয়।
বাংলাফ্লো/এসবি
Comments 0