বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

সাবেক প্রধান বিচারপতির জামিন শুনানিতে হট্টগোল অপ্রত্যাশিত: অ্যাটর্নি জেনারেল

শুক্রবার (১৫ আগস্ট) রাতে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। রাষ্ট্রের এই সর্বোচ্চ আইন কর্মকর্তা বলেন, খায়রুল হকের জামিন শুনানি ঘিরে যা ঘটেছে তা অপ্রত্যাশিত।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি,

ঢাকা: সম্প্রতি একটি হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক হাইকোর্টে জামিন আবেদন করেন। সেই আবেদনের শুনানির সময় আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের কয়েকজন আইনজীবীর মধ্যে হট্টগোলের ঘটনা ঘটে। এই প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, এটা অপ্রত্যাশিত। ২০২৪ সালের জুলাই-আগস্ট জুড়ে হওয়া হত্যাযজ্ঞে পলাতক শেখ হাসিনার বিচার নিয়ে কোনো আপস (কম্প্রোমাইজ) করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (১৫ আগস্ট) রাতে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। রাষ্ট্রের এই সর্বোচ্চ আইন কর্মকর্তা বলেন, খায়রুল হকের জামিন শুনানি ঘিরে যা ঘটেছে তা অপ্রত্যাশিত।

এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনার বিচার চলছে জোরেশোরেই। এরই মধ্যে এই মামলায় হাসিনার বিরুদ্ধে ৫ জনের সাক্ষ্য নেয়া হয়েছে।

জুলাই-আগস্টে হত্যাযজ্ঞের বিচার কতটুকু স্বচ্ছ হচ্ছে? এ নিয়ে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, জাতীয় ও আন্তর্জাতিকভাবে এ বিচার নিয়ে আগ্রহ আছে। এখানে ন্যায় বিচার হবে কি না, সেই বিষয়ে মিথ তৈরি করা হচ্ছে। শেখ হাসিনার বিচার নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। ন্যায় বিচার পরিপন্থি কোনো কিছু এখানে রাখা হবে না। যে কেউ এখানে বিচার পর্যবেক্ষণে আসতে পারেন।

খায়রুল হকের জামিন শুনানি ঘিরে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তা প্রত্যাশিত নয় বলে মন্তব্য

হবে।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0