বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

হাইকোর্টে খায়রুল হকের জামিন শুনানিতে হট্টগোল

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন ও মামলা বাতিল আবেদনের শুনানি চলাকালে আওয়ামীপন্থি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে এজলাস কক্ষে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলার শুনানিতে সোমবার (১১ আগস্ট) হাইকোর্টে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়। সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন ও মামলা বাতিল আবেদনের শুনানি চলাকালে আওয়ামীপন্থি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে এজলাস কক্ষে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

বিচারপতি শেখ জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে দুপুরে এ ঘটনা ঘটে। পরে আদালত পরবর্তী শুনানির জন্য আগামী রবিবার (১৭ আগস্ট) দিন ধার্য করেন।

মামলার তথ্য অনুযায়ী, ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ীর কাজলা এলাকায় গুলিবিদ্ধ হয়ে যুবদলকর্মী আহাদ ঘটনাস্থলেই মারা যান। তার বাবা আলাউদ্দিন গত ৬ জুলাই যাত্রাবাড়ী থানায় মামলা করেন, যেখানে শেখ হাসিনাসহ ৪৬৭ জনকে আসামি করা হয়।

এর আগে, গত ২৪ জুলাই সকালে ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ওইদিন রাতে তাকে কারাগারে পাঠানো হয়। ২৯ জুলাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় দেওয়া ও জাল রায় তৈরির অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মামলায় তাকে ভার্চুয়ালি গ্রেফতার দেখানো হয়। এছাড়া, শাহবাগ থানার মামলায় গত ৬ আগস্ট তার সাত দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0