বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

অধিকাংশ দলগুলার মত ২ মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয়: জামায়াত

এমনটাই জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

ছবি : সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: দেশের অধিকাংশ রাজনৈতিক দল ঐক্যমতে পৌঁছেছে যে, একজন ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের তৃতীয় দিনের দ্বিতীয় পর্বের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তাহের বলেন, ‘দুটি বিষয়ে আমরা মোটামুটি অগ্রসর হয়েছি। এর মধ্যে একটি হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। অধিকাংশ দল একমত যে, রাষ্ট্রপতি নির্বাচন হবে উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষের সদস্যদের মাধ্যমে-এক ধরনের ইলেক্টোরাল কলেজ ব্যবস্থায়। এ ব্যবস্থাকে আরও বিস্তৃত করার প্রস্তাব এসেছে।’

তবে জামায়াত এ প্রসারে জেলা পরিষদ ও পৌরসভা অন্তর্ভুক্ত করার পক্ষে মত দেয়, কিন্তু ইউনিয়ন পরিষদ পর্যন্ত বিস্তৃত করার প্রস্তাবকে তারা সমর্থন করেনি।

তিনি জানান, জামায়াত রাষ্ট্রপতি নির্বাচনে গোপন ব্যালট চায়। তাহের বলেন, ‘গোপন ব্যালট হলে সংখ্যাগরিষ্ঠ দলের বাইরে থেকেও কোনো যোগ্য ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা থাকবে। যদিও এটা সীমিত, তবুও বিকল্পের সুযোগ থাকা জরুরি।’

প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত আলোচনায় তিনি বলেন, ‘অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে, একজন ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। তবে বিএনপি সহ কিছু দল বলেছে, দুই মেয়াদ পর এক মেয়াদ বিরতি দিয়ে তিনি আবার প্রধানমন্ত্রী হতে পারবেন।’

তিনি বলেন, ‘ম্যাজরিটি দলের অবস্থান পরিষ্কার-দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। এটা প্রধানমন্ত্রীর পদে ব্যক্তিকেন্দ্রিক আধিপত্য রোধ করবে।’

তাহের জানান, প্রধানমন্ত্রীর ক্ষমতা সংক্রান্ত আরও কিছু প্রস্তাব ছিল, তবে সময়ের অভাবে সেগুলো নিয়ে এদিন আলোচনা হয়নি। এসব বিষয় নিয়ে রোববার আবার আলোচনা হবে।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0