বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: স্বতন্ত্র আইন-কাউন্সিল গঠনের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ, লক্ষ্মীপুর রওশন জাহান ইস্টার্ন মেডিক্যাল কলেজ ও বগুড়া হামদর্দ ইউনানি মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা। গত ২০ দিন ধরে লাগাতার আন্দোলন কর্মসূচি পালন করে যাচ্ছেন তারা।
রবিবার (২০ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে তিনটি প্রতিষ্ঠানের প্রায় ৩০০-এর বেশি শিক্ষার্থী এ মানববন্ধনে অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা বলেন, কাউন্সিল গঠনের আগে কেউই ভর্তির সুযোগ পাবেন না। তারা সরাসরি প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছেন এবং দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়ে জানান, নতুন ভর্তি সময়সূচি ঘোষিত হলেও আমরা ক্যাম্পাসে থেকেই তা প্রতিহত করবো। আমাদের আন্দোলন চলবে, যতক্ষণ না একটি স্বতন্ত্র কাউন্সিল বাস্তবে গঠিত হয়।
ছাত্র প্রতিনিধি আপন মোল্লা বলেন, দীর্ঘ ৩৫ বছর ধরে আলাদা কাউন্সিল ছাড়া ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ১৯৯৬ সালের স্বাস্থ্য অধিদফতরের নীতিমালায় বিএমডিসির আদলে একটি স্বতন্ত্র কাউন্সিল গঠনের সুপারিশ থাকলেও তা এখনও বাস্তবায়ন হয়নি। এ পরিস্থিতির কারণে চিকিৎসকদের রেজিস্ট্রেশন, উচ্চশিক্ষা, নিয়োগ ও পেশাগত নিরাপত্তা নিয়ে নানা ধরনের আইনি ও কাঠামোগত জটিলতা তৈরি হয়েছে।
বাংলাফ্লো/এসকে
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0