আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: মার্কিন পররাষ্ট্র দপ্তরে বড় ধরনের রদবদল হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে। এর অংশ হিসেবে সেখানকার ১ হাজার ৩৫০ জনের বেশি কর্মীকে ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন।
ছাঁটাইয়ের তালিকায় রয়েছেন ১ হাজার ১০৭ জন সিভিল সার্ভিস কর্মী এবং ২৪৬ জন ফরেন সার্ভিস অফিসার। তাঁরা সবাই যুক্তরাষ্ট্রে কর্মরত ছিলেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, গাজা সংঘাত ও ইরান-ইসরায়েল উত্তেজনার মতো একাধিক সংকট মোকাবিলায় ওয়াশিংটনের সম্পৃক্ততার মধ্যেই এমন পদক্ষেপ নেওয়া হলো।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের অভ্যন্তরীণ এক নোটিশে বলা হয়েছে, স্বেচ্ছায় অবসরসহ ছাঁটাইয়ের সংখ্যা প্রায় তিন হাজারে দাঁড়াবে। পররাষ্ট্র দপ্তরের মোট কর্মী সংখ্যা ১৮ হাজার।
এই রদবদলকে প্রেসিডেন্ট ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ এজেন্ডার পররাষ্ট্রনীতি পুনর্গঠনের প্রথম ধাপ বলে মনে করা হচ্ছে। তবে সাবেক কূটনীতিক ও সমালোচকেরা সতর্ক করে বলেছেন, ফরেন সার্ভিস অফিসারদের ছাঁটাই চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান কূটনৈতিক প্রভাবের মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে দুর্বল করে তুলবে।
ভর্জিনিয়ার ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন বলেন, ‘এটি একটি চরম ভুল সিদ্ধান্ত। যখন চীন বৈশ্বিকভাবে নিজেদের কূটনৈতিক উপস্থিতি বাড়াচ্ছে এবং রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে এবং মধ্যপ্রাচ্য নানা সংকটের মধ্যে রয়েছে, তখন এমন পদক্ষেপ আমাদের কূটনৈতিক অবস্থান দুর্বল করবে।’
এদিকে গতকাল শুক্রবার ছাঁটাই প্রক্রিয়া শুরুর পর ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সামনে আবেগঘন পরিস্থিতি দেখা গেছে। বিদায়ী সহকর্মীদের জন্য হাত তালি দিয়ে অন্য সহকর্মীদের অভিবাদন জানাতে দেখা গেছে। এ ছাড়া একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে দেখা গেছে তাদের।
সূত্র: বার্তা সংস্থা রয়টার্স
বাংলাফ্লো/আফি
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0