বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

গেন্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ, নিহত ১

বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেজবাহর শরীরের শতভাগ দগ্ধ হয় বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: রাজধানীর গেন্ডারিয়ায় ভয়াবহ ট্রান্সফরমার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে মেজবাহ উদ্দিন (২৮) নামে এক যুবক মারা গেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেজবাহর শরীরের শতভাগ দগ্ধ হয় বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ জানান, বাকিদের অবস্থা সংকটাপন্ন।

দগ্ধ অন্যরা হলেন— মেজবাহর বাবা মোসলেম উদ্দিন (৬৫), তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে এবং মা সালমা বেগম (৫০), তিনিও ৯০ শতাংশ দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন।

পরিবারের সদস্য তাসনুভা তাবাসুম জানান, তাদের বাসার পাশে থাকা বিদ্যুতের একটি ট্রান্সফরমার থেকে রাতে বৃষ্টির সময় স্পার্ক হয়ে আগুনের স্ফুলিঙ্গ ঘরে এসে পড়ে। এতে মুহূর্তেই ঘরে আগুন ধরে যায়। পরে আহতদের দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হলে মেজবাহ মারা যান।

তিনি আরও বলেন, বাসার পাশে সড়ক খননের কাজ চলছিল। সেখানে দীর্ঘদিনের অব্যবহৃত গ্যাসের সংযোগও রয়েছে। এ কারণেও আগুন ছড়াতে পারে।

এদিকে গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহেব খান জানান, রাতে ওই গেন্ডারিয়া বাসায় আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। পরিবারের লোকজন প্রথমে ট্রান্সফরমারের কথা বললেও ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে ট্রান্সফরমার থেকে আগুনের ঘটনা ঘটেনি। ওই বাসার চুলা থেকেই আগুনে ঘটনা ঘটেছে। তবু বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0