বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

ট্রান্সফার মার্কেট: ৬০ মিলিয়ন ইউরোতে আর্সেনালের ডেরায় জুবিমেন্ডি

আর্সেনালের সঙ্গে ৫ বছরের চুক্তি করেছেন জুবিমেন্ডি।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: চলতি গ্রীষ্মে আর্সেনালের দ্বিতীয় সাইনিং জুবিমেন্ডি। রিয়াল সোসিয়েদাদ থেকে ৬০ মিলিয়ন ইউরোর খরচায় এই মিডফিল্ডারকে দলে ভেড়াল গানাররা। আর্সেনালের সঙ্গে ৫ বছরের চুক্তি করেছেন জুবিমেন্ডি।

এ মৌসুমে দল ছেড়েছেন আর্সেনালের দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার। জর্জিনহো গেছেন ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোয়, থমাস পার্টের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর এখনও নতুন কোনো দল খুঁজে পাননি। তাদের শূন্যস্থান পূরণ করতেই মিকেল আর্তেতা উড়িয়ে আনলেন জুবিমেন্ডিকে।

রিয়াল সোসিয়েদাদের যুব একাডেমি থেকে উঠে এসেছেন জুবিমেন্ডি। এরপর থেকে সিনিয়র দলে নিয়মিত খেলা শুরু করেন ২৬ বছর বয়সী এই মিডফিল্ডার। সোসিয়েদাদের হয়ে ২৩৬ ম্যাচে ১০ গোল করেছেন তিনি।

জুবিমেন্ডি বলেন, এটি আমার ক্যারিয়ারের জন্য এক বিশাল মুহূর্ত। আমি এই ক্লাবে আসার জন্য সবসময় আকাঙ্ক্ষা করেছিলাম। এখানে প্রথম দিনেই বুঝতে পেরেছিলাম, এই ক্লাবটা চতুর্মুখী ও দারুণ। আমি আর্সেনালের দিকে তাকিয়েছিলাম কারণ তাদের খেলার স্টাইল আমার জন্য মানানসই।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0