এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: বর্তমানে চলচ্চিত্র শিল্পের জন্য এক ভয়াবহ বিপর্যয় এর নাম পাইরেসি এবং এটি বড় ধরনের অপরাধ। সম্প্রতি এই বিষয় নিয়েই তীব্র ক্ষোভ এবং হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা তৌহিদ আশরাফ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি পাইরেসিকে ইন্ডাস্ট্রির জন্য এক কল্পনাতীত সংকট বলে অভিহিত করেছেন।
ফেসবুকে তৌহিদ আশরাফ লেখেন: “কতটা হাড় ভাঙ্গা পরিশ্রম, মেধা শ্রম ত্যাগ এবং বিপুল পরিমান অর্থে নির্মিত হয় একটা সিনেমা। অথচ মুহূর্তের মধ্যে চাইলেই ‘ফাস হয়ে যাচ্ছে কিংবা আপলোড করে দিচ্ছে’। এটা যে কত বড় অপরাধ আর ইন্ডাস্ট্রির জন্য কতটা ভয়াবহ বিপর্যয় তা কল্পনার ও বাইরে।”
তিনি আরও যোগ করেন, “হোক সেটা যেকোন ভাষা বা দেশের চলচ্চিত্র!!”
তাঁর এই পোস্টে স্পষ্ট ফুটে উঠেছে, একজন নির্মাতার চোখে পাইরেসির ভয়াবহতা ঠিক কতটা। একটি সিনেমার পেছনে থাকা অসংখ্য মানুষের পরিশ্রম, মেধা এবং বিপুল পরিমাণ অর্থ যে মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায়, সেই যন্ত্রণার কথাই তিনি তুলে ধরেছেন।
সম্প্রতি,বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি পাইরেসির কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া বেশ কয়েকটি বড় বাজেটের সিনেমাও মুক্তির মাত্র কয়েক দিনের মধ্যেই পাইরেসির শিকার হয়েছিল, যা প্রযোজকদের বিপুল আর্থিক ক্ষতির মুখে ফেলে।
উল্লেখ্য, 'শখের নারী',‘ব্লেড’, ‘দেয়ালের ওপারে তুমি’, ‘আমার কি কেউ ছিল’, ‘একটি জানাজার এলান’-এর মতো জনপ্রিয় নাটকের নির্মাতা তৌহিদ আশরাফ ।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0