বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

অস্ট্রেলিয়ায় দুই শহরে তিন ম্যাচ, বাংলাদেশের ম্যাচসূচি

এশিয়া কাপে তিন গ্রুপে ১২ দল খেলছে। প্রতি গ্রুপে চারটি করে দল। চার দল একে অন্যের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: আগামী বছরের ১-২১ মার্চ অস্ট্রেলিয়ার তিন শহর সিডনি, পার্থ ও গোল্ডকোস্টে অনুষ্ঠিত হবে নারী এশিয়া কাপ। আজ টুর্নামেন্টের ড্র হলেও ফরম্যাট ও ফিকশ্চার আরও আগেই নির্ধারিত হয়েছিল। ড্রতে বাংলাদেশ ‘বি’ গ্রুপের তৃতীয় নম্বর দল হওয়ায় সিডনি ও পার্থ দুই শহরে গ্রুপপর্বের তিনটি ম্যাচ খেলতে হবে।

অস্ট্রেলিয়া স্বাগতিক হিসেবে ‘এ’ গ্রুপের প্রথম দল। তারা গ্রুপের তিনটি ম্যাচ তিন ভেন্যুতে খেলবে। ফলে ‘এ’ গ্রুপের অন্য দু’টি দলকেও গোল্ডকোস্ট ছাড়া সিডনি ও পার্থ ভ্রমণ করতে হবে। শুধুমাত্র ‘এ’ গ্রুপের তৃতীয় দল ইরান গোল্ডকোস্টে তিন ম্যাচ খেলবে।

‘বি’ গ্রুপের ছয় ম্যাচের পাঁচটি রয়েছে সিডনির ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে। শুধুমাত্র ‘বি’ গ্রুপের তৃতীয় ও চতুর্থ দলের মধ্যকার ম্যাচটি পার্থের র‌্যাকটেঙ্গুলার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ‘বি’ গ্রুপের তৃতীয় ও চতুর্থ নম্বর দল বাংলাদেশ এবং উজবেকিস্তানকে প্রথম দুই ম্যাচ সিডনির পর তৃতীয় ম্যাচ খেলতে পার্থ রওনা হতে হবে। ফিকশ্চারে ভেন্যু ও তারিখ থাকলেও ম্যাচের সময় এখনও দেয়নি এএফসি ও স্বাগতিক অস্ট্রেলিয়া।

‘সি’ গ্রুপের ছয় ম্যাচের পাঁচটি ম্যাচই হবে পার্থে। ‘সি’ গ্রুপে তৃতীয় ও চতুর্থ নম্বর দলের মধ্যকার ম্যাচটি সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে হবে। এতে ভারত ও চাইনিজ তাইপে গ্রুপের শেষ ম্যাচ খেলতে পার্থ থেকে যাবে সিডনিতে।

এশিয়া কাপে তিন গ্রুপে ১২ দল খেলছে। প্রতি গ্রুপে চারটি করে দল। চার দল একে অন্যের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। তিন ম্যাচ শেষে প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের পাশাপাশি তৃতীয় স্থানে থাকা দুই দলও কোয়ার্টারে খেলবে। বাংলাদেশের গ্রুপে চীন ও উত্তর কোরিয়া অত্যন্ত শক্তিশালী। ফলে বাংলাদেশকে মূলত উজবেকিস্তানকে হারাতে হবে। উজবেকিস্তানকে হারাতে পারলে ‘এ’ এবং ‘সি’ গ্রুপের তৃতীয় স্থানে থাকা অন্য দুই দলের চেয়ে গোল ব্যবধান বা পয়েন্টে এগিয়ে থাকলে বাংলাদেশ কোয়ার্টারে খেলার সুযোগ পাবে।

কোয়ার্টার ফাইনালে উঠলে বাংলাদেশের ২০২৭ নারী বিশ্বকাপে খেলার সুবর্ণ সুযোগ। কোয়ার্টার ফাইনালে জয়ী চার দল সেমিফাইনাল খেলার পাশাপাশি সরাসরি ব্রাজিল বিশ্বকাপের টিকিট পাবে। বিজিত চার দলের মধ্যে দু’টি প্লে ইন ম্যাচ হবে। ওই প্লে ইন ম্যাচে জয়ী দুই দলও বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। ওই ম্যাচের পরাজিত দুই দল আন্তঃমহাদেশীয় টুর্নামেন্টে বাছাই খেলতে হবে বিশ্বকাপে উঠার লক্ষ্যে। বিশ্বকাপের পাশাপাশি ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকেও খেলার সম্ভাবনা থাকবে কোয়ার্টার ফাইনালে উঠলে।

এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপ পর্বের সূচি :

তারিখপ্রতিপক্ষভেন্যু
৩ মার্চ, ২০২৬চীনসিডনি
৬ মার্চ, ২০২৬উত্তর কোরিয়াসিডনি
৯ মার্চ, ২০২৬উজবেকিস্তানপার্থ


বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0