বাংলাফ্লো ডেস্ক
ঢাকা:গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার আবদুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদের আরও একটি মেস বাসার সন্ধান পেয়েছে পুলিশ। সেই বাসায় অভিযান চালিয়ে ২ লাখ ৯৮ হাজার টাকা উদ্ধার করেছে গুলশান থানা-পুলিশ। রিয়াদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় নেতা।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরে রাজধানীর বাড্ডা এলাকার একটি মেস বাসায় অভিযান চালিয়ে এসব টাকা উদ্ধার করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।
তিনি বলেন, রিয়াদের দেওয়া তথ্য অনুযায়ী তাকে সঙ্গে নিয়ে ওই বাসায় আজ ভোরে আমাদের থানা-পুলিশ অভিযান চালায়। ওই বাসার একটি রুমে একাই থাকতেন রিয়াদ। তার থাকার রুমের একটি ছোট ওয়ার্ডরোবে রাখা ছিল টাকাগুলো।
হাফিজুর রহমানের দেওয়া তথ্য অনুযায়ী, যে বাসাটিতে অভিযান চালানো হয় সেটি চার রুমের একটি সাধারণ ফ্ল্যাট। বাকি তিন রুমে চার-পাঁচজন করে ছাত্ররা একসঙ্গে থাকেন। আর একটি রুমে রিয়াদ একাই থাকতেন।
গত ২৬ জুলাই সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হন রিয়াদসহ পাঁচজন। গতকাল অভিযুক্ত রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক জব্দ করে পুলিশ। এর পরই রিয়াদ ও তার সহযোগীদের বিষয়ে চাঁদাবাজির চমকপ্রদ সব তথ্য উদ্ঘাটন করতে থাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বাংলাফ্লো/এফএ
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0