মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

শাহজালাল বিমানবন্দরে ৭৬ ভরি স্বর্ণসহ তিনজন আটক

এয়ারপোর্ট সূত্রে জানা গেছে, বিমানবন্দরে তিনটি পৃথক ঘটনায় ২৯৩.৫০ গ্রাম, ৩৯৫ গ্রাম এবং ১৯৯ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধারসহ তিনজনকে আটক করা হয়।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ চোরাচালানের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। তাদের কাছ থেকে মোট ৮৮৭.৫ গ্রাম (৭৬ ভরি) স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৭ আগস্ট) রাতে বিষয়টি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেন এয়ারপোর্ট আর্মড পুলিশ।

এয়ারপোর্ট সূত্রে জানা গেছে, বিমানবন্দরে তিনটি পৃথক ঘটনায় ২৯৩.৫০ গ্রাম, ৩৯৫ গ্রাম এবং ১৯৯ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধারসহ তিনজনকে আটক করা হয়। সকাল ৯টা ২০ মিনিটে বহির্গমন ও আগমনী টার্মিনালের গোলচত্ত্বর এলাকায় ২৯৩.৫০ গ্রাম স্বর্ণালঙ্কারসহ মো. সালেহ ফয়সাল (২৭) কে আটক করা হয়। উদ্ধার করা স্বর্ণালঙ্কারের আনুমানিক বাজারমূল্য ৩৬ লাখ ১০ হাজার ৫০ টাকা।

একইদিন দুপুর ১টা ৪৫ মিনিটে ২ নম্বর আগমনী টার্মিনালের মিডিয়া কর্নার সংলগ্ন এলাকা থেকে মনিরুল ইসলাম (৩৪) কে আটক করা হয়। তার কাছ থেকে ৩৯৫ গ্রাম স্বর্ণালঙ্কার পাওয়া যায়, যার বাজারমূল্য প্রায় ৪৬ লাখ ২১ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর অধীনে দুটি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া সকাল ১০টা ২০ মিনিটে ২ নম্বর আগমনী টার্মিনাল থেকে মাসুম রানা (৩২) নামের আরেকজনকে আটক করা হয়। তার কাছ থেকে ১৯৯ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে প্রেরণ করা হয়।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করছিলেন। উদ্ধার করা স্বর্ণালঙ্কারগুলো বিভিন্ন দেশ থেকে অজ্ঞাত যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে আনা হচ্ছিল।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে এয়ারপোর্ট আর্মড পুলিশ অত্যন্ত সতর্ক। স্বর্ণ চোরাচালানের তৎপরতা রোধকল্পে আমরা বরাবরের মতোই শক্ত অবস্থানে আছি।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0