আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: ইসরাইলি আগ্রাসনের ফলে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হাজার হাজার শিশু পুষ্টিহীনতায় ভুগছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু নিরাপত্তা ও অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফ।
সংস্থাটি বলছে, ফিলিস্তিনি অনেক মা এতটাই অপুষ্টিতে ভুগছেন যে সন্তানকে দুধও খাওয়াতে পারছেন না। এতে বাড়ছে নবজাতকদের মৃত্যুঝুঁকি।
সোমবার (৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
বার্তাসংস্থাটি বলছে, গাজা উপত্যকায় সহায়তা প্রবেশে বাধা থাকায় হাজার হাজার শিশু চরম পুষ্টিহীনতায় ভুগছে বলে সতর্ক করেছেন জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল। সোমবার এক বার্তায় তিনি বিষয়টি তুলে ধরেন।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “সহায়তা পৌঁছানোর সুযোগ ব্যাপকভাবে বাধাগ্রস্ত হওয়ায় গাজার হাজার হাজার শিশু প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত হচ্ছে।”
ইসরায়েলের চলমান হামলার ক্ষতিকর প্রভাব নিয়ে তিনি বলেন, “অনেক মা নিহত হয়েছেন বা এতটাই অপুষ্টিতে ভুগছেন যে সন্তানকে দুধ খাওয়াতে পারছেন না। এতে অসংখ্য নবজাতক মৃত্যুর ঝুঁকিতে পড়েছে অথবা তাদের ভবিষ্যৎ স্বাস্থ্য ক্ষতির মুখে।”
তিনি আরও বলেন, “এই শিশুদের জীবন বাঁচাতে প্রতিটি মুহূর্তই এখন মূল্যবান।”
২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েল গাজায় যে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে, তাতে এখন পর্যন্ত ৫৭ হাজার ৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের অধিকাংশই নারী ও শিশু।
এমন অবস্থায় গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত বছরের নভেম্বরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
এছাড়া, আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে একটি মামলা চলছে।
বাংলাফ্লো/আফি
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0