স্পোর্টস ডেস্ক
ঢাকা: টি-টোয়েন্টি ক্রিকেটে অন্য দেশের তুলনায় বেশ খানিকটা পিছিয়ে রয়েছে বাংলাদেশ। বিশেষ করে বড় শট খেলার ক্ষেত্রে পুরুষ ও নারী উভয় দলের ক্রিকেটারদের দুর্বলতা স্পষ্ট। ফলে বড় শটে ভালো করতে পাওয়ার হিটিং দক্ষতা বাড়ানোর লক্ষ্যে কাজ করছে বিসিবি।
বিশ্ব ক্রিকেটে পাওয়ার হিটিংয়ে বর্তমান সময়ের সেরা কোচদের একজন জুলিয়ান উড। চলতি মাসে বাংলাদেশে পা রেখেই সব ক্রিকেটারদের সঙ্গেই পাওয়ার হিটিংয়ের কাজ করেছেন উড। আজ (সোমবার) অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটারদের সঙ্গে লম্বা সময় কাজ করেছেন ইংলিশ এই কোচ।
মিরপুর শেরে-ই-বাংলার ইনডোরে এই অনুশীলনে উপস্থিত ছিলেন যুবা দলের সব ব্যাটাররা। এই অনুশীলনে নিজেদের কিভাবে আরো উন্নতি করা যায় সেটা নিয়ে কাজ করার চেষ্টা করেছেন তারা। আগামীকাল দ্বিতীয় দিনের মতো আবারও অনুশীলন করবেন যুবা দলের ক্রিকেটাররা।
এদিকে, চলতি মাসের ৩১ আগস্ট ইংল্যান্ডে ১৯ দলের বিপক্ষে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশের যুবারা। ইংল্যান্ডের মাটিতে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ৫ সেপ্টেম্বর শুরু হবে এই সিরিজ। আসন্ন সফরের বাকি ম্যাচগুলো হবে ৭, ১০, ১২ এবং ১৪ সেপ্টেম্বর।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0