স্পোর্টস ডেস্ক
ঢাকা: ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের রঙিন সময়ে গত কয়েক বছরে টেস্ট ক্রিকেটের আবেদন যেন কিছুটা কমতে বসেছিল। বেশির ভাগ টেস্টই আড়াই, তিনদিন স্থায়ী ছিল। ফলে পাঁচ দিনের জমজমাট লড়াই যেন ভুলতে বসেছিল ক্রিকেটপ্রেমীরা। সদ্য সমাপ্ত ভারত-ইংল্যান্ড সিরিজ টেস্ট ক্রিকেটের নতুন বিজ্ঞাপন হয়েই থাকল। হাই-ভোল্টেজ সিরিজের পাঁচ টেস্টেই পঞ্চম দিনে শেষ হয়েছে।
সিরিজের পাঁচ টেস্টই পাঁচ দিনে গড়িয়েছে—টেস্টের ইতিহাসে মাত্র চারবার এমন হয়েছে। প্রথম হয়েছিল ২০০১ সালে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। এরপর ২০০৪-০৫ অ্যাশেজ সিরিজে। শেষ বার ২০১৭-১৮ অ্যাশেজ সিরিজে পাঁচ টেস্টই পাঁচ দিনে গড়িয়েছিল। সেই সিরিজ অস্ট্রেলিয়া ৪-০ জিতেছিল। তার সাত বছর পর আবার পাঁচ টেস্টের সিরিজ হলো। ভারত ও ইংল্যান্ড ২-২ ড্র করল।
ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার ২০০৮-০৯ উইজডেন ট্রফিতে পাঁচটা টেস্ট হয়েছিল। তারপর থেকে গত ১৬ বছরে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড শুধু নিজেদের মধ্যে পাঁচ টেস্টের সিরিজ খেলেছে। বাকি কোনো দল খেলেনি। ফলে পাঁচ টেস্টের সিরিজের সংখ্যা কমেছে। ২০১৭-১৮ অ্যাশেজ ও সদ্য সমাপ্ত ভারত-ইংল্যান্ড সিরিজের মাঝে সাতটা পাঁচ টেস্টের সিরিজ হয়েছে।
মাঝের সাতটা সিরিজের মধ্যে তিনটি অ্যাশেজ, তিনটি ভারত-ইংল্যান্ড ও একটা ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। ২০১৮ সালে ভারত খেলতে গিয়েছিল ইংল্যান্ডে। পাঁচ টেস্টের সিরিজ ইংল্যান্ড জিতেছিল ৪-১। ২০১৯ সালের অ্যাশেজ ২-২ ড্র হয়েছিল। ২০২১-২২ অ্যাশেজ অস্ট্রেলিয়া জিতেছিল ৪-০। সেই বছরই ইংল্যান্ডে খেলতে গিয়েছিল ভারত। সিরিজ ২-২ ড্র হয়েছিল। ২০২৩ সালের অ্যাশেজ ২-২ ড্র হয়েছিল। ২০২৩-২৪ ভারতের মাটিতে খেলতে এসে ১-৪ সিরিজ হেরেছিল ইংল্যান্ড। ২০২৪-২৫ ভারত খেলতে গিয়েছিল অস্ট্রেলিয়ায়। ১-৩ হেরেছিল ভারত।
এই সাতটা সিরিজের মধ্যে দুটি সিরিজ এমন হয়েছে যেখানে চারটি টেস্ট পাঁচ দিন ও একটা টেস্ট চার দিনে গড়িয়েছে। ২০২১-২২ ভারত খেলতে গিয়েছিল ইংল্যান্ডে। সেখানে তৃতীয় টেস্ট চার দিনে শেষ হয়েছিল। বাকি চারটি টেস্ট পাঁচ দিনে গড়িয়েছিল। ২০২৩ সালের অ্যাশেজেও তৃতীয় টেস্ট চার দিনে শেষ হয়েছিল। বাকি চারটি টেস্ট শেষ হয়েছিল পাঁচ দিনে।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0