মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

বিশ্ববিদ্যালয় নির্বাচনে সেনাবাহিনীর সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই

সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে এসব নির্বাচনে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়নি। ভবিষ্যতেও এ ধরনের দায়িত্ব পালনের সুযোগ নেই।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: বিশ্ববিদ্যালয়গুলোর আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কোনো নির্দেশনা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। একই সঙ্গে এ ধরনের দায়িত্ব পালনের কোনো সুযোগও ভবিষ্যতে নেই বলে স্পষ্ট করেছে তারা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানায়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয় সমূহের ছাত্র সংসদ নির্বাচনে সেনা মোতায়েন প্রসঙ্গে সংবাদ প্রচারিত হচ্ছে, যা তাদের নজরে এসেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে এসব নির্বাচনে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়নি। ভবিষ্যতেও এ ধরনের দায়িত্ব পালনের সুযোগ নেই।

এতে উল্লেখ করা হয়, বিদ্যমান আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে নির্বাচনগুলো শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে সেনাবাহিনী বিশ্বাস করে। পাশাপাশি সেনাবাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্ট সবার জন্য শুভকামনা জানানো হয়।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0