বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: লন্ডনে অনুষ্ঠিত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠকের পর দেশের রাজনীতিতে ‘গুণগত পরিবর্তন’ হয়েছে বলে মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
সোমবার (১৬ জুন) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে তিনি এসব কথা জানান।
এই বৈঠকে ড. মঈন খানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।
দেশের মানুষ না খেয়ে থাকতে রাজি, কিন্তু ভোট না দিয়ে থাকতে রাজি নয় বলেও উল্লেখ করেন ড. মঈন খান।
সাম্প্রতিক তিনটি নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশে তিন-তিনটি নির্বাচন হয়েছে, দেখেছেন তো-দেশের মানুষ তা মেনে নেয়নি।
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠকের বিষয়ে বিএনপির এই শীর্ষ নেতা জানান, শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে কীভাবে বাংলাদেশ ও যুক্তরাজ্য একসঙ্গে কাজ করতে পারে, সে বিষয়গুলো নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
বিশ্বজুড়ে চলমান সংঘাত নিয়ে তিনি বলেন, যুদ্ধ-সংঘাত থেকে বেরিয়ে আমরা একটি শান্তিপূর্ণ বিশ্ব দেখতে চাই।
বাংলাফ্লো/এনআর
Comments 0