বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

তারেক রহমানের অপেক্ষায় গুলশানের যে বাড়ি

দেড় বিঘা জমির উপর এই ডুপ্লেক্স বাড়িটি তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার।

ফাইল ছবি

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: নির্বাসিত জীবন শেষ করে দীর্ঘ সময় পর দেশে ফিরে আসতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর তার ফিরে আসার সংবাদে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উজ্জীবিত। প্রায় ১৭ বছর পর দেশে ফিরে পরিবারের সঙ্গে গুলশানের বাড়িতে উঠতে পারেন তারেক রহমান। আর সেভাবেই প্রস্তুত করা হচ্ছে গুলশান-২ এর এভিনিউ রোডের ১৯৬ নম্বর বাড়ি।

দেড় বিঘা জমির উপর এই ডুপ্লেক্স বাড়িটি তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। কয়েকদিন আগে অন্তর্বর্তী সরকার এই বাড়িটির নামজারির কাগজ খালেদা জিয়ার হাতে তুলে দেন।

বাড়িটি আগে ভাড়ায় ব্যবহার করতো মাল্টিন্যাশনাল কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ। জানা যায়, ৬ মাস আগে বাড়িটি এই কোম্পানি ছেড়ে দিয়েছে। এরপর এটি তারেক রহমানের থাকার উপযোগী করে প্রয়োজনীয় সংস্কার করা হয়েছে। বাড়িটি এখন পুরোপুরি প্রস্তুত বলেই তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে।

উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি থাকা অবস্থায় জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর গুলশান এলাকায় দেড় বিঘা জমির উপর অবস্থিত এই বাড়ি বরাদ্দ দেওয়া হয়। বাড়িটি খালেদা জিয়া গুলশানে ‘ফিরোজা’ নামের যে বাড়িতে থাকেন, সেটির কাছেই। এর বাইরে ঢাকা সেনানিবাসের ভেতরও আরেকটি বাড়ি খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়েছিল।

তবে বিগত আওয়ামী লীগ সরকার সেনানিবাসের বাড়িটির বরাদ্দ বাতিল করে সেখান থেকে বেগম জিয়াকে একরকম টেনেহিঁচড়ে বের করে দেয়।

গুলশানের এই ১৯৬ নম্বর সাদা রঙের দোতলা ছায়াঘেরা বাড়িটির বহিরাঙ্গন বেশ পরিপাটি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাড়ির ভিতরটাও অত্যন্ত নান্দনিকভাবে সাজানো হয়েছে। গত কয়েক মাস ধরে এই সাজানোর কাজটি চলে, যা এখন পুরোপুরি শেষ হয়েছে। তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানও লন্ডনে যাওয়ার আগে বাড়িটি পরিদর্শন করে গেছেন।

বিএনপির বিভিন্ন পর্যায়ের সূত্রগুলো জানিয়েছে, নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট হলে দেশে ফিরবেন ১৭ বছর ধরে দেশের বাইরে নির্বাসনে থাকা বিএনপির আগামী দিনের এই কাণ্ডারি। দেশে এসে পরিবারের সদস্যদের নিয়ে তিনি এই বাড়িতেই থাকবেন।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0