বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

সাঁতারে বহাল সেই মোয়াজ্জেম

মোয়াজ্জেমের সদস্য পদ নিয়ে মাস দুয়েক আগে নির্দেশনা চেয়ে ক্রীড়া পরিষদে চিঠি দিয়েছিল সাঁতার ফেডারেশন।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: দুর্নীতির দায়ে বরখাস্ত হয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেন। তার বিরুদ্ধে দুদকের মামলাও হয়েছে।

কিন্তু সাঁতার ফেডারেশনের সদস্য পদ থেকে তাকে সরায়নি জাতীয় ক্রীড়া পরিষদ। মোয়াজ্জেমের সদস্য পদ নিয়ে মাস দুয়েক আগে নির্দেশনা চেয়ে ক্রীড়া পরিষদে চিঠি দিয়েছিল সাঁতার ফেডারেশন।

কয়েক গজ দূরে থাকা ফেডারেশনের চিঠির কোনো উত্তর দেয়নি দেশের ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ এই প্রতিষ্ঠানটি।

২০২৪ সালের ৫ আগস্ট সরকার বদলের পর ১১ সেপ্টেম্বর বিভিন্ন ফেডারেশনে নানা পদে থাকা জাতীয় ক্রীড়া পরিষদের ১৬ জন কর্মকর্তা-কর্মচারীকে প্রত্যাহার করা হয়েছিল।

কিন্তু সাঁতার ফেডারেশনে সদস্য রাখা হয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেনকে।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0