স্পোর্টস ডেস্ক
ঢাকা: ব্রাজিলের গোলরক্ষক ফাবিওকে এমনিতে খুব বেশি মানুষ চেনার কথা না। ঘরোয়া লিগে খেলেন, খুব উজ্জ্বল পারফরম্যান্স করেছেন এমন মৌসুমও অল্প। তবে খুব বিখ্যাত না হলেও ফুটবলের ইতিহাসে অনবদ্য এক মাইলফলক স্পর্শ করেছেন তিনি। ব্রাজিলের সিরি আ-তে ফ্লুমিনেন্সের হয়ে ফোর্টালেজার বিপক্ষে মাঠে নামার মাধ্যমে ইংল্যান্ডের কিংবদন্তি গোলকিপার পিটার শিল্টনের ২৮ বছর পুরোনো বিশ্বরেকর্ড ছুঁয়েছেন তিনি।
ফোর্টালেজারের বিপক্ষে ফাবিও তার ক্যারিয়ারের ১,৩৯০তম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নামেন। ম্যাচে ফ্লুমিনেন্স ২-১ গোলে জয়লাভ করে। ৪৪ বছর বয়সী ফাবিওর পেশাদার ক্যারিয়ার ২৮ বছরের। দীর্ঘ এ সময়ে তিনি উনিয়াও বান্দেইরান্তে (৩০ ম্যাচ), ভাস্কো দা গামা (১৫০), ক্রুজেইরো (৯৭৬) এবং ফ্লুমিনেন্সের (২৩৪টি ম্যাচ) হয়ে খেলেছেন।
আগামী মঙ্গলবার (১৯ আগস্ট) কোপা সুদামেরিকানার শেষ ষোলোর দ্বিতীয় লেগে আমেরিকা দে কালি-র বিপক্ষে খেলতে নামলে শিল্টনের রেকর্ডকে পেছনে ফেলবেন ফাবিও। পিটার শিল্টন নিজেই ২০২৩ সালে বলেছিলেন যে, ফাবিও তার রেকর্ডের দিকে এগিয়ে আসছেন এবং রেকর্ড ভাঙলে তিনিই প্রথম ব্যক্তি হিসেবে ফাবিওকে অভিনন্দন জানাবেন।
শিল্টনের ক্যারিয়ার ছিল ১৯৬৬ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত। গিনেস এবং অন্যান্য পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট তার মোট ম্যাচ সংখ্যা ১,৩৯০ বলে উল্লেখ করেছে। তবে শিল্টন নিজে দাবি করেছেন তার খেলানো ম্যাচ ১,৩৮৭টি। তিনি ১৬টি অনানুষ্ঠানিক ম্যাচ গিনেসের গণনায় অন্তর্ভুক্ত করতে অস্বীকার করেছিলেন এবং ১৩টি ম্যাচ যুক্ত করেছেন যা সাধারণত গণ্য হয় না।
শিল্টনের রেকর্ড স্পর্শের পর ব্রাজিলিয়ান গোলরক্ষক গ্লোবো মিডিয়াকে বলেন,‘ঈশ্বর আমাকে এই উপহার দিয়েছেন। আমার পরিবার, বন্ধুরা, সহকর্মীরা, সবাইকে ধন্যবাদ জানাই। আমি সবসময় একজন ভালো মানুষ হতে চাই এবং সতীর্থদের সাহায্য করাই আমার প্রধান উদ্দেশ্য। আমি কৃতজ্ঞ তবে ঈশ্বর ছাড়া কিছুই সম্ভব নয়।’
তিনি আরও যোগ করেন,‘এই ম্যাচগুলো কখনোই সহজ ছিল না। আমরা সবসময় শক্তিশালী দলগুলোর বিরুদ্ধে খেলি। আমাদের লক্ষ্য শিরোপা জয় এবং আমরা সেই লক্ষ্যে কঠোর পরিশ্রম করে যাচ্ছি।’
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0