জেলা প্রতিনিধি
বরিশাল: বরিশালে স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা ও রোগীদের হয়রানির বিরুদ্ধে ‘বরিশাল ব্লকেড’ কর্মসূচি টানা ১৫ দিন ধরে অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মধ্যেও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্র ও সাধারণ মানুষ।
রোববার (১০ আগস্ট) বেলা ১২টার দিকে বরিশাল-ঢাকা-কুয়াকাটা জাতীয় মহাসড়কের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। আন্দোলনকারীরা জানিয়েছেন, তারা শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ দেশের স্বাস্থ্যব্যবস্থা সংস্কারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং যতদিন স্বাস্থ্য খাত সংস্কার হবে না, ততদিন এই আন্দোলন চলবে।
সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়, হাতেম আলী কলেজ, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ এতে অংশ নিচ্ছেন।
আন্দোলনের মুখপাত্র নাভিদ নাফিস বলেন,
আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা কর্ণপাত করছেন না। আমাদের আন্দোলনের যৌক্তিক বিষয়ে স্বাস্থ্য উপদেষ্টা কথা বলা না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো। প্রয়োজনে এ আন্দোলন আরও কঠোর হবে।
সহকারী উপপুলিশ কমিশনার রিয়াজুল ইসলাম জানান,
আজ সরকারি কলেজগুলোতে অনার্স পরীক্ষা রয়েছে। ছাত্রীদের যাতে পরীক্ষাস্থলে যেতে কোনও সমস্যা না হয় এবং চলাচলে বাধার সৃষ্টি না হয় সেজন্যই আমরা পদক্ষেপ নিয়েছি। আন্দোলনকারীদের সঙ্গে আমাদের কোনও বিভেদ নেই। জাতীয় মহাসড়ক অবরোধ করলে সাধারণ যাত্রীরা মারাত্মক দুর্ভোগ পোহাতে হয়, তাই আমরা নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় অবস্থান নিয়েছি।
গত ২৭ জুলাই থেকে শুরু হওয়া আন্দোলন শুরুতে হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে, বর্তমানে কেন্দ্রীয় বাস টার্মিনালে মহাসড়ক অবরোধে পরিণত হয়েছে। এই আন্দোলনের কারণে যাত্রীদের দুর্ভোগ বাড়ছে।
শনিবার শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিলেও শ্রমিকরা গাড়ি বন্ধ রাখে। আজ রবিবার আবারও ব্লকেড কর্মসূচি চলছে এবং পরিবহন শ্রমিকরা ধর্মঘটের হুমকি দিয়েছেন।
জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাদত হোসেন লিটন বলেন,
মেডিক্যালের বিরুদ্ধে আন্দোলন, সেখানে যাইয়া করবে, গড়ি চলা কির লইগ্যা বন্ধ করবে? কয়েকজন ছাত্র আইয়া রাস্তার ওপর বইসা পড়ে। পাশে পুলিশ দাঁড়াইয়া দ্যাহে। শনিবার আন্দোলনকারীরা শ্রমিকদের গালি দিয়েছে, এতে সব শ্রমিক ক্ষুব্ধ। কাল (রবিবার) অবরোধ হলে শ্রমিকরাও ধর্মঘট শুরু করবে।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0