বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

সীমান্তে সন্ত্রাসী তৎপরতা দমন করা হবে: বিজিবি সেক্টর কমান্ডার

সীমান্তে সব ধরনের অপতৎপরতা দমন এবং সন্ত্রাসী সংগঠনকে সহযোগিতা না করার বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি

কক্সবাজার: বাংলাদেশের ভেতরে কোনও ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না বলে কঠোর অবস্থান জানিয়েছেন কক্সবাজার বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমদ। তিনি আরও বলেন, সীমান্তে সব ধরনের অপতৎপরতা দমন এবং সন্ত্রাসী সংগঠনকে সহযোগিতা না করার বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে কক্সবাজারের রামু বিজিবি সেক্টর সদরদফতরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, আহত ও অসহায় কিছু রোহিঙ্গার অবস্থা দেখে মানবিকতার খাতিরে তাদের ঢুকতে দেওয়া হয়েছে। তবে সীমান্ত সুরক্ষায় আমরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করছি। মাদক ও অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি চলছে।

তিনি আরও জানান, সীমান্ত পরিস্থিতি মোকাবিলায় সরকার ইতিমধ্যে বিজিবিতে জনবল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

আরাকান আর্মির কাছে জিম্মি থাকা বাংলাদেশি জেলেদের প্রসঙ্গে তিনি বলেন, এ পর্যন্ত ৫১ জেলে তাদের কাছে জিম্মি আছে। যদিও তাদের সঙ্গে আমাদের অফিসিয়াল যোগাযোগ নেই, তবে আনঅফিসিয়াল যোগাযোগ চলছে। আমরা তাদের ওপর চাপ প্রয়োগ করছি, যেন আর কোনও জেলে অপহরণ না হয়।

জেলেদের উদ্দেশে তিনি বলেন, সাগরে মাছ ধরতে গেলে অবশ্যই নির্ধারিত জলসীমা মেনে চলতে হবে। অসচেতনতা এবং কিছু চোরাকারবারির সহায়তায় সীমান্ত অতিক্রমের কারণে অনেক সময় তারা ঝুঁকিতে পড়ছেন।

মতবিনিময় সভায় কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি, জ্যেষ্ঠ সাংবাদিক শামসুল হক শারেক, হাসানুর রশীদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0