বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

‘নির্বাচনের আগে দেশে ফিরবেন তারেক রহমান’

আসন্ন নির্বাচনের তারিখ ঘোষণার আগেই বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি

দিনাজপুর: আসন্ন নির্বাচনের তারিখ ঘোষণার আগেই বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান। সোমবার (১১ আগস্ট) সন্ধ্যায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিএনপি’র ৩১ দফা কর্মসূচি নিয়ে মতবিনিময় ও গণসংযোগ করেন। পরে রাত ৮টার দিকে পার্বতীপুর ৯নং হামিপুর ইউনিয়নের ধুলাউদাল বালিকা মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এসময় তিনি বলেন, তারেক রহমানের অঙ্গীকার একটি মানবিক বৈষম্যহীন সমাজ গঠন করা। যে সমাজে কোনো নৈরাজ্য থাকবে না। যে সমাজে আইনের শাসন থাকবে, মানুষের চাকরি হবে, শিক্ষার উন্নয়ন হবে, স্বাস্থ্যের উন্নয়ন হবে, সমাজে বিশৃঙ্খলা দূর হবে। হানাহানি দূর হবে, একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েম হবে। এটা তারেক রহমানের অঙ্গীকার।

সভায় পার্বতীপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0