স্পোর্টস ডেস্ক
ঢাকা: যুক্তরাষ্ট্রের হয়ে দুটি অলিম্পিকে স্বর্ণপদক জিতেছেন সিন্ডি পারলো কোনে। শুধু অলিম্পিক নয় ১৯৯৯ সালে বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা রয়েছে। ক্যারিয়ার শেষে হয়েছেন সংগঠক। বর্তমানে যুক্তরাষ্ট্রের ফুটবলের প্রধান কর্তা। আজ সেই যুক্তরাষ্ট্রের সভাপতি পারলোর সঙ্গে দেখা করেছেন তাবিথ আউয়াল। দেখা করে বাংলাদেশ জাতীয় দলের জার্সি তার হাতে তুলে দিয়েছেন! ঠিক এরপরই মিয়ামিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে দেখা করেছেন তাবিথ। তাকেও বাংলাদেশের জার্সি তুলে দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রে চলছে ক্লাব বিশ্বকাপ। পাশাপাশি ফিফা এক্সিকিউটিভ সামিটও। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল যুক্তরাষ্ট্রের পারলোর হাতে উপহার হিসেবে তার ক্যারিয়ারে খেলার সময় প্রিয় ১২ নম্বর সংবলিত জার্সি তুলে দেন। জার্সির পিছনে পারলোর নামও ছিল।
দুই সভাপতির দেখা হওয়ার পাশাপাশি আলোচনাও হয়েছে। বাফুফের অফিসিয়াল ফেসবুক বলছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বড় কর্তা যুক্তরাষ্ট্রের ফুটবল সভাপতির সঙ্গে গঠনমূলক আলোচনা করেছেন।
পরবর্তীতে ফিফা সভাপতির হাতে ৯ নম্বর জার্সি তুলে দিয়ে তাবিথ বাংলাদেশের ফুটবল উন্নয়নে গঠনমূলক আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারও।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0