বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

ইসরায়েলি ক্লাবের ব্যানার নিয়ে পোল্যান্ডে তীব্র প্রতিক্রিয়া

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত পোলিশ নাগরিকদের স্মৃতির প্রতি অপমান বলে উল্লেখ করেছেন।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: ইসরায়েলি ফুটবল ক্লাব মাকাবি হাইফার সমর্থকদের প্রদর্শিত একটি ব্যানারকে ‘কলঙ্কজনক’ আখ্যা দিয়েছেন পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাভরকি। ওই ব্যানারে লেখা ছিল— ‘১৯৩৯ সাল থেকে হত্যাকারী’, যা তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত পোলিশ নাগরিকদের স্মৃতির প্রতি অপমান বলে উল্লেখ করেছেন।

প্রেসিডেন্ট নাভরকি এক্স-এ লিখেছেন, ‘এই ব্যানার দ্বিতীয় বিশ্বযুদ্ধের শিকার পোলিশ নাগরিকদের, বিশেষত তিন মিলিয়ন ইহুদিসহ, সবার স্মৃতিকে অপমান করেছে। এটি এক ধরনের নির্বুদ্ধিতা, যার কোনো ন্যায্যতা নেই। ’

দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে ১৯৩৯ সালের সেপ্টেম্বরে নাৎসি জার্মানি ও সোভিয়েত ইউনিয়নের আক্রমণে পোল্যান্ড দখল হয়। সে যুদ্ধে প্রায় ৬০ লাখ পোলিশ নিহত হন, যার মধ্যে আনুমানিক ৩.২ মিলিয়ন ইহুদি ছিলেন। যুদ্ধ-পূর্বে ইউরোপে সবচেয়ে বড় ইহুদি সম্প্রদায় ছিল পোল্যান্ডে, যাদের প্রায় সবাই হলোকাস্টে নাৎসিদের হাতে প্রাণ হারান।

ঘটনাটিকে ‘পোলিশ ইতিহাস বিকৃতির জঘন্য উদাহরণ’ বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মারচিন কিরভিনস্কি। এদিকে, পোল্যান্ডে ইসরায়েলি দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, তারা ঘটনায় ‘মর্মাহত’ এবং উয়েফাকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। দূতাবাস আরও বলেছে, ‘কিছু উগ্রপন্থীর কারণে পোল্যান্ড-ইসরায়েল সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে দেওয়া হবে না। ’

নিরাপত্তার কারণে ম্যাচটি ইসরায়েলের বদলে হাঙ্গেরির ডেব্রেসেনে অনুষ্ঠিত হয়। কনফারেন্স লিগের ম্যাচে পোলিশ ক্লাব রাখোভ চেস্টোহোভা ২–০ গোলে জয় পেয়ে প্লে-অফে জায়গা করে নিয়েছে। সেখানে তাদের প্রতিপক্ষ হবে বুলগেরিয়ার এফসি আরদা কার্জালি।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0