বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা অপরিহার্য: মির্জা ফখরুল

রবিবার (৬ জুলাই) রাজধানীর গুলশানে রেনেসাঁ হোটেলে আয়োজিত ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য’ শীর্ষক সংলাপ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নিরাপত্তা নিশ্চিত এবং অন্যান্য বিষয়গুলো এগিয়ে নিয়ে যেতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরো শক্তিশালী করা অপরিহার্য।

তিনি বলেছেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নির্মাণ করার জন্য সঠিক পথ খুঁজে বের করতে হবে। যদি আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারি, তাহলে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে পারব এবং অন্যান্য বিষয়গুলোও এগিয়ে নিয়ে যেতে পারব।

রবিবার (৬ জুলাই) রাজধানীর গুলশানে রেনেসাঁ হোটেলে আয়োজিত ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য’ শীর্ষক সংলাপ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সবাই একটা ব্যাপারে আমরা একমত— সেটা হচ্ছে জাতীয় নিরাপত্তা রক্ষার ব্যাপারে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ। রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছুটা বিভেদ আছে, বিভাজন আছে। তবে সেটা জনগণের মধ্যে নেই।’

তিনি বলেন, ‘আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে মত ও পথ নিয়ে কিছুটা পার্থক্য রয়েছে। প্রয়োজনের সময় বাংলাদেশের মানুষ সবসময় ঐক্যবদ্ধ থেকেছে। প্রতিটি ক্রান্তিকালে, প্রতিটি সংকটে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের নিরাপত্তা রক্ষা করেছে। সেই তিতুমীরের সময় থেকে ২৪’ পর্যন্ত প্রতিটি সময় বাংলাদেশের মানুষ রুখে দাঁড়িয়েছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘জনগণকে ক্ষমতায়িত ও জনগণের সার্বভৌমত্বকে নিশ্চিত করতে হবে। যদি সেটা করতে পারি— তাহলে জাতীয় নিরাপত্তা নিশ্চিত হবে। আমাদের অন্যান্য বিষয়গুলো সহজ হয়ে আসবে।

তিনি বলেন, আমরা এখনো পর্যন্ত গণতান্ত্রিক চর্চা করতে পারিনি। গণতান্ত্রিক চর্চা করতে গিয়ে পদে পদে বাধা পেয়েছি। সেই জায়গায় আমাদের একমত হতে হবে। আলোচনা ও তর্ক-বিতর্কের মধ্যে দিয়ে আমরা সে জায়গাটায় পৌঁছাব।

সেজন্য নেতিবাচক চিন্তা না করে গণতান্ত্রিক ব্যবস্থায় দ্রুত ফেরত যেতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0