বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: জুলাই গণঅভ্যুত্থান স্মরণে রাজধানীর কাওরান বাজারে অবস্থিত ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) মিলনায়তনে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকাল ৩টায় বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে হবে এই অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বস্ত্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানমালায় থাকবে- একজন জুলাই যোদ্ধার স্মৃতিচারণ, শোন মহাজন, টেস্টিমনি অব মার্টিয়ার্স ফ্যামিলি ও কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা তথ্যচিত্র প্রদর্শন, জুলাই-কেন্দ্রিক গীতি আলেখ্য ও আলোচনা সভা।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বাংলাফ্লো/এফএ
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0