স্পোর্টস ডেস্ক
ঢাকা: এশিয়া কাপের আগে ক্রিকেটারদের পরীক্ষা নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ডের নির্দেশনা মেনে বেঙ্গালুরুতে অবস্থিত সেন্টার অফ এক্সিলেন্সে গিয়ে ফিটনেস পরীক্ষা দিয়েছেন শুভমান গিল, জাসপ্রিত বুমরাহ-সহ বেশ কয়েকজন ক্রিকেটার। খেলার মধ্যে না থাকলেও রোহিত শর্মাকেও ফিটনেস পরীক্ষা দিতে বলেছিল বিসিসিআই। তিনিও বেঙ্গালুরুতে গিয়েছিলেন। সবার ফিটনেস পরীক্ষার ফল বেরিয়েছে।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শুভমান, বুমরাহ, জিতেশ শর্মা, মোহাম্মদ সিরাজ, যশস্বী জয়সওয়াল, ওয়াশিংটন সুন্দর ও শার্দূল ঠাকুর ফিটনেস পরীক্ষায় পাশ করেছেন। যেকোনো বড় টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে ফিটনেস টেস্ট পাশ করা বাধ্যতামূলক। যদি কোনো ক্রিকেটার খেলার মধ্যে থাকেন, সেক্ষেত্রে তাকে এই পরীক্ষায় বসতে হয় না।
এ কারণে ভারতের যে সকল ক্রিকেটারেরা দুলীপ ট্রফিতে খেলছেন তাদের আলাদা করে ফিটনেস পরীক্ষা দিতে হয়নি। কিন্তু জ্বর হওয়ায় দুলীপ থেকে নাম সরিয়ে নিয়েছিলেন শুভমান। কয়েকদিন বাড়িতে বিশ্রামে ছিলেন তিনি। তাই তাকে পরীক্ষা দিতে হয়েছে।
এখন ভারতে ফিটনেসের পরীক্ষা হয় ইয়ো-ইয়ো টেস্টে। সেটা করা হয়েছে। এর পাশাপাশি ক্রিকেটারদের শরীরে হাড়ের ঘনত্ব পরিমাপের জন্য এক ধরনের পরীক্ষা করা হয়েছে। শুভমান, জিতেশ ও বুমরাহ এশিয়া কাপ খেলতে যাবেন। যশস্বী ও ওয়াশিংটন স্ট্যান্ড বাই হিসাবে রয়েছেন। শার্দূল অবশ্য দুলীপে খেলবেন।
ভারতীয় বোর্ড রোহিতকে পাঠানোয় সকলের নজর তার দিকে ছিল। জানা গেছে, রোহিতও ফিটনেস পরীক্ষায় পাশ করেছেন। আপাতত কোনো খেলা না থাকলেও নভেম্বরে অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজ খেলতে যাবে ভারত। সেখানে খেলার কথা রোহিতের। তার আগে সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে ভারত ‘এ’ দলের হয়ে তিনটি এক দিনের ম্যাচেও খেলতে পারেন তিনি।
রোহিত ফিটনেস পরীক্ষা দিলেও বিরাট কোহলিকে দেখা যায়নি। তাকে বোর্ড কোনো নির্দেশ দিয়েছে কি না তা জানা যায়নি। আপাতত লন্ডনেই রয়েছেন কোহলি। সেখানে অস্ট্রেলিয়া সিরিজের জন্য প্রস্তুতি শুরু করেছেন তিনি। নভেম্বরে সিরিজের আগে এ ক্রিকেটার বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে যেতে পারেন। তবে সবটাই জল্পনা। এই বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0