স্পোর্টস ডেস্ক
ঢাকা: জাতীয় দলের দরজায় নিয়মিত কড়া নাড়লেও, বারবারই উপেক্ষিত থেকে যাচ্ছেন নুরুল হাসান সোহান। সাদা বলের ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স, ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্ম এবং ‘এ’ দলের হয়ে চমৎকার সব ইনিংস—সবই যেন যথেষ্ট নয় নির্বাচকদের মন জয় করতে। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজেও জায়গা হয়নি তার।
তবে হতাশা নয়, সোহান বেছে নিয়েছেন বাস্তবতা মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার পথ। গ্লোবাল সুপার লিগে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছে রংপুর রাইডার্স। সেই দলকে নেতৃত্ব দেবেন সোহান। দেশ ছাড়ার আগে আজ মুখোমুখি হন গণমাধ্যমের সেখানে তিনি বলেন, ‘আমি রিজিকে বিশ্বাসী। আল্লাহর ওপর আস্থা রাখি। আমার কাজ হচ্ছে পরিশ্রম করা।’
সদ্য ঘোষিত ওয়ানডে স্কোয়াডে নাম না থাকলেও কাউকে দোষারোপ করতে চান না সোহান, ‘দেখেন, আগেও বলেছি—জাতীয় দলে খেলাটা ভাগ্যের ব্যাপার। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পারফর্ম করা। আমি এমন কিছু বলতে চাই না যাতে অন্য কাউকে অসম্মান করা হয়।’
তিনি আরও বলেন, ‘সময় ভালো-মন্দ আসবেই। এখন যে ফর্মে আছি, সেটাকে ধরে রাখতে পারলে হয়তো ক্যারিয়ার আরও বড় হবে।’
সোহানের সাম্প্রতিক পারফরম্যান্স চোখধাঁধানো। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগের আসরে তিনি ১১ ম্যাচে করেছিলেন ৫১২ রান। পেয়েছেন ২টি কের সেঞ্চুরি ও ফিফটি। ব্যাটিং গড় ৫৮.০০, স্ট্রাইক রেট ৯৩.৫৪। এছাড়া নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচে ১০৭ রানের ও ওয়ানডেতে ১১২ রানের ইনিংস আছে তার। ডিপিএলের আগের মৌসুমেও তিনি করেছিলেন ৪৯৫ রান। এই পরিসংখ্যান বলছে, তিনি থেমে নেই—নিরবেই নিজেকে প্রমাণ করে চলেছেন।
মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর অনুপস্থিতিতে মিডলঅর্ডারে একজন নির্ভরযোগ্য ও লড়াকু ব্যাটারকে পাওয়া গেলে দল উপকৃত হতো—এমনটাই মনে করেন অনেক বিশ্লেষক। সেখানে সোহানের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে না রাখাটা নিয়ে উঠেছে প্রশ্ন।
সোহান অবশ্য এসব নিয়ে উচ্চবাচ্য না করে নিজের বিশ্বাসের জায়গাতেই থাকছেন, ‘অফফর্ম আসতেই পারে, এটা স্বাভাবিক। নেগেটিভ চিন্তা করি না। আমি জানি, আমার দায়িত্ব হচ্ছে কঠোর পরিশ্রম করা। বাকিটা আল্লাহর ইচ্ছা।’
সময় বলবে, রিজিকে বিশ্বাস করে লড়াই করে যাওয়া সোহানের ভাগ্য বদলায় কিনা। তবে ক্রিকেটপ্রেমীদের চোখে, তিনি ইতোমধ্যেই একজন সাহসী যোদ্ধা।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0